গান্ধীকে 'শয়তান' বলে ফের বিতর্কে জড়ালেন তথাগত
বিজেপি নেতা তথাগত রায় মানেই যেন এক রাশ বিতর্ক। বিতর্ক ছাড়া তিনি থাকতে পারেন না। একটি পোস্টে তিনি মহাত্মা গান্ধীকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন। এও লিখেছেন, সাভারকর মুক্তি হয়েছিলেন বলে হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছে। সাভারকরের হিন্দু মহাসভা থেকে আজকের বিজেপি – এনিয়ে ফেসবুক পোস্টের ছত্রে ছত্রে যথেষ্ট বিতর্কিত কথা লিখেছেন তথাগত রায়। তবে এহেন পোস্টে ব্যাপক সাড়া পড়েছে। কেউ কেউ তাঁকে সমর্থন করেছেন। কেউ আবার উলটে বিজেপি নেতাকেই কাঠগড়ায় তুলেছেন।
বিতর্কিত সেই পোষ্টে তথাগত রায় ‘'যে কোনো উপায়েই হোক, সাভারকার মুক্ত হয়েছিলেন বলে আজকে আমরা হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছি – না হলে শয়তান মোহনদাস গান্ধী আমাদের সকলকে মুসলমানের ক্রীতদাস বানিয়ে দিত। গান্ধী তো জিন্নাকে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী করতে চাইছিল! আজকের ভারতে যে বিকৃত ‘সেকুলারবাদ’ মুসলিম উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়েছে তার দায়িত্ব তো গান্ধী-নেহরুর! সাভারকারের হিন্দু মহাসভা ভোট পেত না, কিন্তু হিন্দুদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। সেই হিন্দু মহাসভা রাজনীতির অমোঘ গতিতে ভারতীয় জনসংঘের জন্ম দিয়েছিল যার থেকে জন্ম নিল ভারতীয় জনতা পার্টি। বাকিটা ইতিহাস।'’
#political