PRATHAM ALOR BARTA
540 views
1 months ago
আবার তুরস্কতে ভয়াবহ ভূমিকম্প - ভেঙে পড়েছে অনেক বাড়িঘর বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবন জায়গাগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। তাই বার বার তুরস্কতে ভূমিকম্প হয়। আবার সোমবার রাত ১০.৪৮ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। প্রশাসনের তরফে জানা যাচ্ছে, বড় মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের বালিকেসি প্রদেশের সিন্দিরগি শহর। তবে চমকপ্রদ বিষয় হল, ভূপৃষ্ট থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার (৩.৭২ মাইল) নিচে ছিল এর কেন্দ্রস্থল। ফলে এই কম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল। ইস্তানবুল ও তার আশেপাশে বুরসা, মানিসা এবং ইজমির প্রদেশে একাধিক আফটার শক অনুভূত হয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, কম্পনের জেরে সিন্দিরগিতে কম করে তিনটি খালি ভবন এবং একটি দোতলা বাড়ি ধসে পড়েছে। এখন পর্যন্ত বিস্তারিত কোনো খবর পাওয়া যায় নি। উল্লেখ্য, তুরস্কে ভূমিকম্পের ঘটনা এই প্রথমবার নয়। ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর দেশটির অবস্থানের কারণে মাঝে মধ্যেই ভূমিকম্প হয় এখানে। গত আগস্ট মাসে সিন্দিরগিতে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প হয়। সেই ঘটনায় এক জনের মৃত্যু ও বহু মানুষ আহত হন। তার আগে সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছিল ২০২৩ সালে। ৭.৮ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চল। ভয়াবহ সেই বিপর্যয়ে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। #earthquake