earthquake
351 Posts • 1M views
PRATHAM ALOR BARTA
2K views 4 days ago
কলকাতায় তীব্র ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল শহর থেকে জেলা সকাল ১০টা নাগাদ হঠাৎ দুলে ওঠে ঘরের সিলিং ফ্যান। বোতলে রাখা জলও কিছুটা কেঁপে ওঠে। দ্রুত মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কলকাতায় তীব্র ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল শহর। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, সকাল দশটা দশ নাগাদ কেঁপে ওঠে আচমকা। কম্পন বুঝতে পেরেই আতঙ্কে কেঁপে ওঠেন স্থানীয়রা। বহুতলগুলি থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই। সল্টলেক অফিস পাড়ায় কর্মীরা তৎক্ষণাৎ টের পেয়েই নীচে নেমে আসেন। আতঙ্কিত হয়ে পরেন তাঁরা। কেবল কলকাতা নয়, শুক্রবার সকালে কলকাতার সঙ্গেই কম্পনে কেঁপে উঠেছে রাজ্যের একাধিক জেলা। একইসঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের ঘোরাশাল। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র কম্পন অনুভূত হয়। শুক্রবার ভোরে কেঁপে ওঠে পাকিস্তান। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানেও ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত জীবনহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। বিস্তারিত খবর আসছে - - - #earthquake
37 likes
17 shares
PRATHAM ALOR BARTA
539 views 28 days ago
আবার তুরস্কতে ভয়াবহ ভূমিকম্প - ভেঙে পড়েছে অনেক বাড়িঘর বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবন জায়গাগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। তাই বার বার তুরস্কতে ভূমিকম্প হয়। আবার সোমবার রাত ১০.৪৮ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। প্রশাসনের তরফে জানা যাচ্ছে, বড় মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের বালিকেসি প্রদেশের সিন্দিরগি শহর। তবে চমকপ্রদ বিষয় হল, ভূপৃষ্ট থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার (৩.৭২ মাইল) নিচে ছিল এর কেন্দ্রস্থল। ফলে এই কম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল। ইস্তানবুল ও তার আশেপাশে বুরসা, মানিসা এবং ইজমির প্রদেশে একাধিক আফটার শক অনুভূত হয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, কম্পনের জেরে সিন্দিরগিতে কম করে তিনটি খালি ভবন এবং একটি দোতলা বাড়ি ধসে পড়েছে। এখন পর্যন্ত বিস্তারিত কোনো খবর পাওয়া যায় নি। উল্লেখ্য, তুরস্কে ভূমিকম্পের ঘটনা এই প্রথমবার নয়। ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর দেশটির অবস্থানের কারণে মাঝে মধ্যেই ভূমিকম্প হয় এখানে। গত আগস্ট মাসে সিন্দিরগিতে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প হয়। সেই ঘটনায় এক জনের মৃত্যু ও বহু মানুষ আহত হন। তার আগে সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছিল ২০২৩ সালে। ৭.৮ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চল। ভয়াবহ সেই বিপর্যয়ে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। #earthquake
17 likes
11 shares