জগদ্ধাত্রীমা/Jagaddhatrimaa on Instagram: "শান্তিপুরের রাই রাজা ❤️ রাই রাজা কি..?! কেনো শান্তিপুর এ ভাঙ্গারাসে রাই রাজা বের করা হয়..? কথিত আছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলায় মহাদেব ছদ্মবেশে প্রবেশ করায় কৃষ্ণ ক্ষুব্ধ হয়ে রাস ভেঙে দেন। কৃষ্ণ চলে যাওয়ায় গোপিনীরা হতাশ হন। সেই সময় সখীদের পরামর্শে শ্রীরাধা নিজেই পুরুষের বেশে 'রাধিকা রাজা' বা 'রাই রাজা' সেজে কৃষ্ণপ্রেমে মগ্ন হয়ে নগর পরিভ্রমণ করেন। এই সাজের মাধ্যমে বোঝানো হয় যে রাধা কেবল কৃষ্ণের প্রেয়সী নন, তিনি বৃন্দাবনের ঈশ্বরী, যাকে কেন্দ্র করেই সব লীলা। তাই ভাঙা রাসের শোভাযাত্রায় রাধাকেই রাজার আসনে বসিয়ে তাঁর গৌরব ও মহিমা প্রকাশ করা হয়। শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে রাধারমণ (শ্রীকৃষ্ণের বিগ্রহ) একসময় রাধিকার মূর্তি ছাড়া একাই পূজিত হতেন। সেই সময় প্রায়ই কৃষ্ণের বিগ্রহ চুরি যেত বা মন্দির থেকে 'অপ্রকট' (হারিয়ে যাওয়া) হয়ে যেত। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য গোস্বামী বাড়ির সদস্যরা রাধারানীকে প্রতিষ্ঠা করেন। রাধারানী প্রতিষ্ঠার পর, দ্বিতীয় রাসের পরের দিন (ভাঙা রাসের) দিন রাধা এবং কৃষ্ণের মূর্তি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা ভাঙা রাস নামে পরিচিত। এই শোভাযাত্রাতেই রাধাকে 'রাই রাজা' রূপে সাজিয়ে নগর পরিক্রমা করানো হয়। এছাড়াও শান্তিপুরের সমস্ত বিগ্রহ বাড়ি গুলি ভাঙ্গা রাসের দিন সন্ধ্যায় তাঁদের বিগ্রহের সাথে রাই রাজা বের করে।। শান্তিপুরের ভাঙ্গারাসের মূল আকর্ষণ হলো এই রাই রাজা 📷 @shubham_photography_18.08 [ Rai, rai raja, rai raja 2025, santipur, shantipur, nadia, rash utsav, raas utsav, raasyatra, rashyatra, rashjatra, radhekrishna, radhaswami, radhakrishna] ' ' ' ' #santipur #shantipur #santipurnadia #santipurrashyatra✨❤️ #santipurrash #borogoswamibari #raas #raaspurnima #raaspurnima2025 #rashpurnima #raashpurnima #rashpurnima2025 #raasutsav #raasutsav2025 #rashutsav #radhakrishnan #radhakrishnalove #radhekrishna #shrikrishna #nadia #picoftheday #photography #photooftheday #viral #everyone #rairaja #rai #jagaddhatrimaa"
32 likes, 3 comments - jagaddhatrimaa on November 8, 2025: "শান্তিপুরের রাই রাজা ❤️
রাই রাজা কি..?! কেনো শান্তিপুর এ ভাঙ্গারাসে রাই রাজা বের করা হয়..?
কথিত আছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলায় মহাদেব ছদ্মবেশে প্রবেশ করায় কৃষ্ণ ক্ষুব্ধ হয়ে রাস ভেঙে দেন। কৃষ্ণ চলে যাওয়ায় গোপিনীরা হতাশ হন। সেই সময় সখীদের পরামর্শে শ্রীরাধা নিজেই পুরুষের বেশে 'রাধিকা রাজা' বা 'রাই রাজা' সেজে কৃষ্ণপ্রেমে মগ্ন হয়ে নগর পরিভ্রমণ করেন। এই সাজের মাধ্যমে বোঝানো হয় যে রাধা কেবল কৃষ্ণের প্রেয়সী নন, তিনি বৃন্দাবনের ঈশ্বরী, যাকে কেন্দ্র করেই সব লীলা। তাই ভাঙা রাসের শোভাযাত্রায় রাধাকেই রাজার আসনে বসিয়ে তাঁর গৌরব ও মহিমা প্রকাশ করা হয়।
শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে রাধারমণ (শ্রীকৃষ্ণের বিগ্রহ) একসময় রাধিকার মূর্তি ছাড়া একাই পূজিত হতেন। সেই সময় প্রায়ই কৃষ্ণের বিগ্রহ চুরি য