জলেশ্বরী মা সন্ধ্যা আরতি
মালোপাড়া
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমার বিভিন্ন নাম বহু পুরোনো। আমরা জন্মাবধি শুনে আসছি বুড়িমা ছোটমা। বুড়িমা প্রাচীন পুজো আর ছোটমাকে বলা হয় বুড়িমার বোন। বুড়িমা বিসর্জন যাওয়ার ঠিক আগেই ছোটমাকে নিরঞ্জন উদ্দেশ্যে জলঙ্গির ঘাটে নিয়ে যাওয়া হয়।
পুরোনো প্রথা অনুযায়ী শহরের সব প্রতিমা রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে দিয়ে ঘুরিয়ে আবার একই পথ ঘুরে জলঙ্গি নদীতে নিয়ে যাওয়া হয় কারণ রাণীমা তো ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারতেন না, তিনি রাণীমা তাই রাজা নিয়ম করেছিলেন নিরঞ্জনের দিন সব প্রতিমা রাজবাড়ি ঘুরে নদীতে যাবে। চিকের আড়ালে বসে রাণীমা প্রতিমা দর্শন করতেন। আজ রাজা নেই রাজ্যপাট নেই তবে তাঁর তৈরি সেই নিয়ম আজও একই....
রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্র পুজো শুরু করার কয়েকবছর পর প্রজাদেরও ইচ্ছা হল পুজো করার। আমাদের শহরের পাড়াগুলোর নাম এরকম, চাষাপাড়া, তাঁতিপাড়া, মালোপাড়া, চকের পাড়া, নাদিয়ার পাড়া, নুড়ি পাড়া, বাগদি পাড়া, রায় পাড়া। প্রজাদের বাস অনুযায়ী তখনকার এরকম নাম চলে আসছে। সেরকমই একটি পাড়া মালো পাড়া। এখানে মালোরা বাস করত। তাদের জীবিকা ছিল জলঙ্গি নদীতে মৎস শিকার ও তা বিক্রি করে জীবিকা নির্বাহ করা। রাজার প্রতিমা জেলেরা নৌকা করে বিসর্জন দিত। জেলেদের একসময় মনে হল তারাও দেবী জগদ্ধাত্রী আরাধনা করবে। যা ভাবা সেই কাজ, রাজার কাছে অনুমতি প্রার্থনা করলে রাজা অনুমতি তো দিলেনই সঙ্গে একটি কলসি আর ১১ টাকা মতান্তরে ১৫ টাকা অনুদান দিলেন। আজও রাজবাড়ি থেকে সেই ১১ টাকা অনুদান আসে তারপর মালোপাড়ার পুজো শুরু হয়।
এখানকার মায়ের নাম জলেশ্বরী। জেলেদের কাছে জলই ঈশ্বর জলই বেঁচে থাকা জোগায় তাদের। তারা মায়ের নাম দিল জলেশ্বরী। এখানকার প্রথা পুরুষরা শাড়ি পরে নদী থেকে জল আনে পুজোর জন্য। পুরোনো প্রথা আজও চলে আসছে।
📹 @soumyaj
[ Malopara, burimaa, jaleswari, krishnanagar, krishnanagar jagadhatri puja, jagadhatri puja 2025, jagadhatri puja]
'
'
'
'
#malopara #maloparabarowari #jaleswari #krishnanagar #krishnanagarjagadhatripujo #jagadhatri #jagadhatrimaa #jagadhatripuja #jagaddhatri #jagadhatripuja2025
https://www.instagram.com/reel/DQd4oHmEQ3T/?igsh=MXByeHpheGVwaTg0cw==
#📢শেয়ারচ্যাট স্পেশাল #চন্দননগর ঐতিহ্য জগদ্ধাত্রী প্রতিমা #❤️❤️❤️❤️ I love chandannagar