অনুসরণ করুন
Tanmoy Dey
@tanumoydey
583
পোস্ট
678
ফলোয়ার্স
Tanmoy Dey
520 জন দেখলো
1 মাস আগে
#জয় মা কালী #joy ma kali #মা কালী #JOY MA TARA #🇮🇳আই লাভ মাই ইন্ডিয়া❤ #জয় মা কালী
Tanmoy Dey
1.2K জন দেখলো
2 মাস আগে
🔱 ত্রিপুরসুন্দরী সতীপীঠ (Tripura Sundari Shakti Peetha) — শ্রীশ্রী ত্রিপুরসুন্দরী দেবী, মহাশক্তির ত্রিকাল বিজয়িনী রূপ। --- 📍 অবস্থান: উদয়পুর, গোমতী জেলা, ত্রিপুরা রাজ্যে অবস্থিত। স্থানীয়ভাবে এটি পরিচিত মাতাবাড়ি নামে। --- 🕉️ পৌরাণিক কাহিনি: শিবের কাঁধে সতীর মৃতদেহ বহনকালীন সময়, সতীর ডান পায়ের “অঙ্গুলী” (পায়ের আঙুল) পতিত হয় এই স্থানে। এই কারণেই এখানে প্রতিষ্ঠিত হয় এক মহান সতীপীঠ — ত্রিপুরসুন্দরী, যিনি তন্ত্র ও শ্রীবিদ্যার মহামায়া। --- 🙏 দেবী ও ভৈরব: দেবীর নাম: ত্রিপুরসুন্দরী (Tripura Sundari) ভৈরব: ত্রিপুরেশ বা শিবানন্দ --- 🛕 মন্দিরের বৈশিষ্ট্য: এটি একটি ১৪০০ বছরের পুরনো মন্দির বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি তৈরি হয়েছে বাংলা হুতাশালা স্থাপত্য শৈলীতে (পিরামিড আকৃতি, কালো পাথরের গর্ভগৃহ)। দেবী ত্রিপুরসুন্দরীর মূর্তি কালো পাথরের এবং বসে আছেন শ্বেত সিংহের উপর। দেবীর রূপ এখানে দশমহাবিদ্যার অন্যতম রূপ — রক্তকমলাসনে অধিষ্ঠিতা, তিন লোকে রমণীয়া। --- 🌺 ধর্মীয় গুরুত্ব: ত্রিপুরসুন্দরী হলেন শ্রীবিদ্যার মূল দেবী — যাঁর আরাধনা তন্ত্র, যোগ ও শ্রীচক্র সাধনায় অপরিহার্য। এখানে দেবীকে "রাজরাজেশ্বরী", "ললিতা", "শ্রীমাতা" নামেও ডাকা হয়। একমাত্র সতীপীঠ যেখানে দেবীকে জীবিত কুমারী রূপে দেখা হয়। এই মন্দিরে এখনও শ্রীচক্র স্থাপন করে পূজা হয়। --- 📆 উৎসব ও পূজা: দুর্গাপূজা ও দীপাবলি এখানে খুব বড় করে পালিত হয়। রথযাত্রা অনুষ্ঠিত হয় দেবীর জন্য — ২৫ টন ওজনের পাথরের তৈরি রথে মূর্তিকে বসিয়ে শোভাযাত্রা করা হয়। --- 📌 কিছু গুরুত্বপূর্ণ তথ্য: বিষয় তথ্য রাজ্য ত্রিপুরা শহর উদয়পুর দেবীর অঙ্গ পতন ডান পায়ের আঙুল দেবীর বাহন সিংহ ভৈরব ত্রিপুরেশ স্থাপত্য হুতাশালা শৈলী (বাংলা স্টাইল) উৎসব দীপাবলি, রথযাত্রা, শ্রীচক্র পূজা --- ✨ আধ্যাত্মিক ব্যাখ্যা: ত্রিপুরসুন্দরী মানে তিন লোকে সুন্দরী — ভূলোকে, অমরলোকে ও দেবলোকে। তিনি হলেন সৃষ্টি, স্থিতি ও প্রলয় — তিন গুণের মধ্যমা, পরমা শিবানী। --- 🧭 যেভাবে পৌঁছাবেন: আগরতলা থেকে উদয়পুর: প্রায় ৫৫ কিমি। সহজে গাড়ি, বাস বা ট্রেনে যাওয়া যায়। নিকটতম রেলস্টেশন: উদয়পুর (ত্রিপুরা)। #kali #মা কালী #joy ma kali #জয় মা কালী #জয় মা কালী
See other profiles for amazing content