ShareChat
click to see wallet page
২০ নভেম্বর বিহারের মন্ত্রীসভা গঠন - নীতিশ কি মুখ্যমন্ত্রী হচ্ছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনা গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। এবার একটা প্রশ্ন উঠেই গেছে, নীতিশ কুমার কি এবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন? এখনও এনডিএ-র তরফে ঘোষণা করা হয়নি যে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন কি না। বিহার বিধানসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার প্রচারে গিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন যে নতুন এনডিএ সরকার গঠন হলে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন তিনি। ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনে এবার ২০২ আসনে জয়ী হয়েছে এনডিএ জোট, যা সংখ্যাগরিষ্ঠতার সংখ্য়ার থেকে অনেক বেশি। বিজেপি একাই পেয়েছে ৮৯ আসন। জেডিইউ পেয়েছে ৮৫ আসন। এলজেপি পেয়েছে ১৯ আসন। হিন্দুস্তান আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা ৯টি আসন করে জিতেছে। অন্যদিকে, আরজেডি-কংগ্রেসের মহাগঠবন্ধন মাত্র ৩৫টি আসনে জয়ী হয়েছে। আজ, সোমবার শেষ ক্যাবিনেট বৈঠক করবেন নীতীশ কুমার। এরপর তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে ইস্তফা জমা দেবেন। জেডিইউ আত্মবিশ্বাসী যে নীতীশ কুমারই দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। তবে এনডিএ নির্বাচনের আগেও কিন্তু মুখ্যমন্ত্রী মুখ হিসাবে কারোর নাম ঘোষণা করেনি। ফল প্রকাশের পর যেখানে বিহার জুড়ে পোস্টার পড়েছে নীতীশ কুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে, বিজেপি এখনও নিশ্চুপ। রবিবারই জেডিইউ-র ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় কুমার ঝা দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দেখা করেন। #political
political - ShareChat

More like this