#🙏🏻জয় বাবা বিশ্বকর্মা🙏🏻 #দেবশিল্পী বিশ্বকর্মা #শুভ বিশ্বকর্মা পুজো . ⚜️🔔 #শুভ_বিশ্বকর্মা_পুজোর 🔔⚜️
🐘💻💎 #জয়_বিশ্বকর্মা 💎💻🐘
*─⊱✼ #বিশ্বকর্মা_পূজা ✼⊰─*
✧════════•❁❀❁•════════✧
🧡⚜️🕉️ আজ বুধবার 17/09/2025 🕉️⚜️🧡
আজ ভাদ্র মাসের ৩১ তারিখ বুধবার
✧════════•❁❀❁•════════✧
আজ বুধবার শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা ।
#বিশ্বকর্মার_প্রণাম_মন্ত্র : -
দেবশিল্পিন্ মহাভাগ দেবানাং কার্যসাধকঃ ।
বিশ্বকৰ্ম্মণ নমস্তুভ্যং সৰ্ব্বাভীষ্টং প্রদায়ক ৷৷🙏🏼🌿🙏🏼
✧════════•❁❀❁•════════✧
#অনুবাদ অর্থ : - "হে দেবশিল্পী, যিনি দেবতাদের সকল কার্য সাধন করেন এবং সকলের মনোবাঞ্ছা পূরণ করেন, সেই বিশ্বকর্মাকে প্রণাম জানাই ।"
✧════════•❁❀❁•════════✧
#বিশ্বকর্মার_পুষ্পাঞ্জলি_মন্ত্র : -
ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে করজোরে নিচের মন্ত্রগুলি পাঠ করবেন ।🙏🏼🌿🙏🏼
✧════════•❁❀❁•════════✧
#বিশ্বকর্মার_বীজ_মন্ত্র : - বাং বিশ্বকর্মনে নমঃ ।
✧════════•❁❀❁•════════✧
#বিশ্বকর্মার_ধ্যান_মন্ত্র : -
ওঁ দংশপাল মহাবীর সুচিত্রকর্ম্ম কারকঃ ।
বিশ্বকৃৎ বিশ্ববৃক্ ধ্যান- ত্বং চ বাসনা মান দণ্ডধৃক্ ।🙏🏼
✧════════•❁❀❁•════════✧
বিশ্বকর্মা পূজা আমাদের একটি ধর্মীয় উৎসব । দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারূঢ় । তাঁর আকৃতি অনেকটা কার্তিকের মতো ।
বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে । ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক । তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি । অর্থাৎ শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার । তাই যাঁরা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান, তাঁরা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন । রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদবিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা বলে কথিত । তিনি উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্টিকলারও প্রকাশক । দেবশিল্পিরূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা । জনশ্রুতি আছে যে, পুরীর প্রসিদ্ধ জগন্নাথমূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন ।
ভাদ্রমাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয় । অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পূজা করা হয় । সূতার-মিস্ত্রিদের মধ্যে এঁর পূজার প্রচলন সর্বাধিক । তবে বাংলাদেশে স্বর্ণকার,
কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন । এ সময় প্রত্যেকের ঘরে বিশেষ খাওয়াদাওয়ার ব্যবস্থা হয় এবং কোথাও কোথাও পূজার পরে ঘুড়ি ওড়ানো হয় ।
শ্রীশ্রী বিশ্বকর্মা পূজার পুণ্য ভাদ্র সংক্রান্তি তিথিতে দেবশিল্পীর চরণে দণ্ডবৎ প্রণাম জানাই । দেবশিল্পীর কাছে একটাই প্রার্থনা..... "হে দেব কৃপা করুন"..... সকলের মঙ্গল করুন । এবং দেবশিল্পী বিশ্বকর্মার কৃপায় সনাতন হিন্দুরা শিল্পকলা বিদ্যায় পারদর্শীতা লাভ করুক এটাই প্রার্থনা ।
