ShareChat
click to see wallet page
#🔱আসছে শারদীয়া দুর্গাপুজো 🪷 #🛍️ দুর্গাপুজোর শপিং ২০২৫🛍️ #🙏জয় মা দুর্গা🙏 #🙏মা লক্ষ্মীর আশীর্বাদ👣 #🌸জয় মা কালী🙏 জয় মা দূর্গা🌺🌷🌿👣🔱🥰🙏 জয় মা দূর্গা, জয় মা লক্ষ্মী, জয় মা কালী 🌼🌺🌷🌿👣🔱🥰🙏 দেবী দুর্গা হলেন ঐশ্বরিক নারী শক্তি, বা নারীর শক্তি-শক্তি প্রতি মূর্তি। তিনি মূলত মহিষাসুর নামক অসুখকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন এবং এই কারণে তাঁকে মহিষাসুর সংহন্ত্রী বলা হয়। দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। তাঁকে চন্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, নারায়ণী, মহামায়া, আত্মায়নী, ইত্যাদি নামেও অভিহিত করা হয়। দেবী লক্ষ্মী 🌸🌼🌷🌿👣🥰🙏 লক্ষ্মী হলেন সমস্ত রূপ বস্তুগত ও আধ্যাত্মিক সম্পাদ এবং সমৃদ্ধির দেবী। তিনি তার অনুগামীদের আত্মিক সমৃদ্ধি ও সুস্থতা প্রদান করেন। তিনি বিশেষ করে দীপাবলি এবং প্রজাগরী পূর্ণিমার মতো উৎসবে পুজিত হন। তিনি ত্রিদেবীর একজন একজন, যিনি পার্বতী এবং সরস্বতীর সাথে মহাদেবীর প্রতি নিধিত্ব করেন। দেবী কালী🌺🌷🌿👣🔱🥰🙏 মা দুর্গা যখন অসুরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন, তখন তাঁর ভ্রু যুগল থেকে কালী প্রকাশিত হন। অন্ধকার বা কালো এক এক এই অর্থে কালীকে কালিকা বা অন্ধকার মা বলা হয়। তন্ত্র অনুসারে, কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম দক্ষিণ কালীর রূপ কল্পনা করেন এবং তাঁর প্রতিষ্ঠিত রূপেই বর্তমানে কালী পূজা প্রচলিত। তিনি কেবল শক্তিই নন, বরং সকল শক্তির উৎস এবং পরম মাতৃরূপ। জয় মা দুর্গা, জয় মা লক্ষ্মী, জয় মা কালী 🌼🌺🌷🌿👣🔱🥰🙏
🔱আসছে শারদীয়া দুর্গাপুজো 🪷 - আশ্বিন রবিঝর 88. মা দূগা আসছেন অসুর বধ করতে সব ফুল পশু পাখী বাংলার জগৎ বাসী থাকবে সবার মুখের হাসি!1 S&B அf2எருI 8@ মা লক্ষমী আসছেন থাকবে সবার ঘরে ঘরে গরীব মানুষের থাকবে না কারো দুঃখ জীবনে.I1 काछिक @घवात्न ७ আসছেন মা কালী জ্বলবে সব রাস্তা [` ঘাট ঘর বাড়ি সব ভাই বোনদের আগাম শুভেচ্ছা . !! আশ্বিন রবিঝর 88. মা দূগা আসছেন অসুর বধ করতে সব ফুল পশু পাখী বাংলার জগৎ বাসী থাকবে সবার মুখের হাসি!1 S&B அf2எருI 8@ মা লক্ষমী আসছেন থাকবে সবার ঘরে ঘরে গরীব মানুষের থাকবে না কারো দুঃখ জীবনে.I1 काछिक @घवात्न ७ আসছেন মা কালী জ্বলবে সব রাস্তা [` ঘাট ঘর বাড়ি সব ভাই বোনদের আগাম শুভেচ্ছা . !! - ShareChat

More like this