#শ্রীমত ভাগবত গীতা 🙏 #শ্রীমৎ ভাগবত গীতা #💓জয় গীতা 🙏❤🕉 #হিন্দুদের আস্থা, হিন্দুদের গর্ব ❤️🌿 জয় গীতা 🙏❤️ #জয় শ্রী কৃষ্ণ 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩
#জয়_শ্রী_কৃষ্ণ_challenge ⛳❤️🚩
#জয়_গীতা_challenge ⛳🌿🚩
আজ ২৬ আশ্বিন সোমবার 13/10/2025
*•••••••••┈┉━❀❈🙏🏼⚛️🙏🏼❈❀━┉┈•••••••••*
#শ্রীমদ্ভগবদগীতা
#কর্ম_যোগ ( ১১৯,১২০ )
#তৃতীয়_অধ্যায় : - ৩ #শ্লোক : - ১,২
#গীতার_তৃতীয়_অধ্যায় #শ্লোক_নম্বর : - ১,২
🌿🌿🌿 ওঁ তৎ সৎ🙏🏻🙏
#তৃতীয়_অধ্যায় #শ্লোক_১
अर्जुन उवाच
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन ।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ।।३.१।।
অর্জুন উবাচ
জ্যায়সী চেৎ কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন ।
তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব ।।৩.১।।
#অনুবাদ : -
অর্জুন বললেন- হে জনার্দন ! হে কেশব ! যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছ ?
#সারাংশ : -
পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান #শ্রীকৃষ্ণ তাঁর প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও প্রদর্শন করেছেন-সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণভাবনামৃত । কখনও কখনও কৃষ্ণভাবনামৃতকে ভ্রান্তিবশতঃ কর্মবিমুখতা বলে মনে করা হয় এবং এই ধারণার বশবর্তী হয়ে অনেকে নির্জনে #ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণভাবনাময় হয়ে ওঠার চেষ্টা করে ৷ কিন্তু কৃষ্ণভাবনামৃতের দর্শন সম্বন্ধে শিক্ষালাভ না করে নির্জনে কৃষ্ণনাম জপ করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞলোকের সস্তা বাহবা লাভ উপদেশযোগ্য নয় । #অর্জুন ও বুদ্ধিযোগ বা কৃষ্ণভাবনামৃতকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করে নির্জনে কৃচ্ছসাধনা ও তপশ্চর্যার জীবনযাপন বলে মনে করেছিলেন । পক্ষান্তরে, তিনি কৃষ্ণভাবনামৃতের অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন । কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি বিষয়টি তাঁর গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপন করে তাঁর কর্তব্য সম্বন্ধে জানতে চাইলেন ৷ উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাঁকে কর্মযোগ বা কৃষ্ণভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান ।
✧════════•❁❀❁•════════✧
#তৃতীয়_অধ্যায় #শ্লোক_২
व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे ।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् ।।३.२।।
ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয়সীব মে ।
তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়োহমাপ্নুয়াম্ ।।৩.২।।
#অনুবাদ : -
তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ । তাই, দয়া করে আমাকে নিশ্চিতভাবে বল কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর ।
#সারাংশ : -
শ্রীমদ্ভগবদ্গীতার ভূমিকাস্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয়-সংযম, নিষ্কাম কর্ম এবং কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে । সেগুলি সবই অসংলগ্নভাবে পরিবেশিত হয়েছিল । কর্মোদ্যোগ এবং উপলব্ধির জন্য এ বিষয়ে আরও সুবিন্যস্ত নির্দেশাবলীর একান্ত প্রয়োজন । সুতরাং, অর্জুন আপাত বিভ্রান্তিকর বিষয়গুলি আরও সরল করতে চাইছেন, যাতে সাধারণ মানুষেরাও কোন রকম অপব্যাখ্যা ছাড়াই সেগুলি গ্রহণ করতে পারে । যদিও কথার জাল বিস্তার করে অর্জুনকে বিভ্রান্ত করার কোন উদ্দেশ্যই শ্রীকৃষ্ণের ছিল না, কিন্তু নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা–কোনভাবেই #অর্জুন কৃষ্ণভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না । পক্ষান্তরে বলা যায়, ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করবার উদ্দেশ্যে গভীরভাবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অর্জুন নানা রকম প্রশ্ন করে কৃষ্ণভাবনামৃতের পথকে সুগম করে তুলছেন ।
( প্রতিদিন শ্রীমদ্ভগবদগীতার ১ টি করে শ্লোক পড়তে এই পেজটির সাথে থাকুন ।)
*─⊱✼ #হরে_কৃষ্ণ ✼⊰─*
*•••••••••┈┉━❀❈🙏🏼🌼🙏🏼❈❀━┉┈•••••••••*
#হরে_কৃষ্ণ_হরে_কৃষ্ণ_কৃষ্ণ_কৃষ্ণ_হরে_হরে !
#হরে_রাম_হরে_রাম_রাম_রাম_হরে_হরে । ।
🙏🙏 #জয়_শ্রী_কৃষ্ণ 🙏🙏
🙏 #রাধে_রাধে 🙏
∙──༅༎ Hare Krishna 🙏༎༅──
