ShareChat
click to see wallet page
#🙏ওম নম:শিবায়🔱 . ⚜️🔔#হর_হর_মহাদেব_challenge🔔⚜️ #জয়_শিব_শঙ্কর_challenge ⛳🌿❤️ #ওঁম_নমঃ_শিবায়_challenge 🕉️🌿🚩 *─⊱✼ #হর_হর_মহাদেব ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ সোমবার 10/11/2025 🕉️⚜️🧡 আজ কার্তিক মাসের ২৩ তারিখ সোমবার ✧════════•❁❀❁•════════✧ #শিবের_প্রণাম_মন্ত্র : - নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায়হেতবে নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর ॥ ✧════════•❁❀❁•════════✧ #পুষ্পাঞ্জলি_মন্ত্র : - সচন্দন পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে এক, তিন অথবা পাঁচ বার অঞ্জলি দেবেন : - ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ । (তিনবার পাঠ করবেন) ✧════════•❁❀❁•════════✧ #রুদ্র_গায়েত্রী_মন্ত্র : - ওম তৎপুরুষায় বিদ্মহে, মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ।। ✧════════•❁❀❁•════════✧ #মহামৃত্যুঞ্জয়_মন্ত্র : - ॐ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্ । উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্ ।। ✧════════•❁❀❁•════════✧ #মহামৃত্যুঞ্জয়_গায়েত্রী_মন্ত্র : - ওম হৌং জূং সঃ ওম ভূর্বুবঃ স্বঃ ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্ । উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্ ওম স্বঃ ভুবঃ ওম সঃ জূং হৌং ওম ।। ✧════════•❁❀❁•════════✧ #বীজমন্ত্রসহ_মহামৃত্যুঞ্জয়_মন্ত্র : - ঔঁ হূম জূম স্বহা ঔঁ ত্রৈয়ম্বকম্ য়জামহে সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্ । উর্বারূকমিব বন্ধনাম্ মৃত্যুরমোক্ষিয় মামৃতাত ॥ ঔঁ স্বহা জূম হূম ঔঁ ✧════════•❁❀❁•════════✧ #অনুবাদ অর্থ : - যার তিনটি নেত্র রয়েছে যিনি জগতের লালন পালন করেন । তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত‍্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন । ঠিক যেমন একটি শশা পরিপক্ব হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় । ঠিক তেমনই আমরা যখন জ্ঞানের আলোকে পরিপক্ব হয়ে উঠব তখন যেন আমরা মুক্তি লাভ থেকে বঞ্চিত না হই অর্থাৎ মোক্ষলাভ করতে পারি । #শিবের_উপবাসের_তাৎপর্য_কি ? শ্রীমদভগবদগীতা (১৮.৬২) বলা হয়েছে যে, "তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত । তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম ।। অর্থঃ হে ভারত ! সর্বতোভাবে তাঁর (পরমেশ্বর) শরণাগত হও । তাঁর (পরমেশ্বর) প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্য স্থান (মোক্ষ) প্রাপ্ত হবে । শিব অতি অল্পে তুষ্ট হন । তাই তাঁর আরেক নাম #আশুতোষ । আবার মনে রাখতে হবে, শিব প্রলয়ের দেবতা । পাপ যখন পৃথিবীকে ভারাক্রান্ত করে তুলে, তখন শিব তাঁর হাতে ডমরু তুলে নেন । শুরু হয় শিবতাণ্ডব । #বেলপাতা_ছাড়া_শিব_পুজো_হয়_না_কেন ? ✧════════•❁❀❁•════════✧ বেলপাতা এমন একটি মহার্ঘ দ্রব্য যা ছাড়া শিব পুজো একেবারেই অসম্পূর্ণ । তিনটি পাতাযুক্ত এই বিশেষ পাতাটি দিয়ে শিব ভক্তরা সন্তুষ্ট রাখেন দেবাদিদেবকে । অনেকেই বেলপাতাকে প্রসাদ রূপে গ্রহণ করেন । শিব পুজোর অন্যতম উপকরণের মধ্যে বেলপাতা কেন স্থান করে নিল ? কি গুরুত্ব এই বিশেষ পাতাটির.... ? জেনে নিন বেল পাতা সম্পর্কে কিছু মাহাত্ম্যপূর্ণ পুরাণকথা । দেবী পার্বতী একদিন বিশ্রাম নিচ্ছিলেন । সেই সময় তাঁর কাছে উপস্থিত হলেন সখী জয়া, বিজয়া এবং জয়ন্তী । তাঁরা দেবীর কাছে অনুরোধ করলেন বেড়াতে যাওয়ার জন্য । দেবী পার্বতী সখীদের অনুরোধ রাখলেন এবং বাহন সিংহকে ডেকে তার পিঠে চড়ে চললেন পর্বতে । বহুক্ষণ সময় ভ্রমণের পর দেবী ক্লান্ত হয়ে পড়লেন । দেবীর কপালে দেখা দিল স্বেদ বিন্দু অর্থাত্‍ ঘাম । ঘাম ভূমিতে পড়া মাত্রই সেখান থেকে জন্ম নিল তিনটি পাতা বিশিষ্ট একটি গাছ । সখীরা দেবীকে বললেন গাছটির নামকরণের জন্য । দেবী পার্বতী গাছটির নাম দেন বিল্ব বৃক্ষ। বিল্ব মানেই বেল । তারপর দেবী নিজের শরীরের নানান অংশ স্থাপন করলেন এই গাছে । গিরিজা রূপে রাখলেন শিকড় , কাত্যায়নী রূপে রাখলেন ফল এবং দুর্গা রূপে রাখলেন ফুল । তারপরই ঘোষণা করলেন যেহেতু এই বিশেষ গাছটির মধ্যে তিনি অবস্থান করছেন, তাই এই গাছের পাতা দিয়ে আরাধনা করা হবে দেবাদিদেব মহাদেবকে । বেল পাতা দিয়ে আরাধনা করা মানেই মহাদেবের উদ্দেশ্যে দেবী পার্বতীকে অর্পণ করা । পুরান মতে আরেকটি কথা প্রচলিত রয়েছে , যেহেতু বেল পাতার তিনটি পত্র একত্রিত অবস্থায় থাকে তাই তিনটি পাতা কে মনে করা হয় ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর । তিনটি পাতকে আবার তুলনা করা হয় তিনটি অবস্থানের সঙ্গে । স্বর্গ , পাতাল এবং মর্ত্য। শিবকে অনেকে শীতল ও উষ্ণ রাখার উদ্দেশ্যেও বেল পাতা দিয়ে আরাধনা করেন । শতকের পর শতক শিব পুজোর অন্যতম উপাদান হয়ে আসছে বেলপাতা । শ্রাবণ মাসের পুজো বা শিবরাত্রিই বলুন বেলপাতা ছাড়া দেবাদিদেবের আরাধনা সম্পূর্ণরূপেই অসম্ভব ।❤️💙❤️ #জয়_শিব_শম্ভু♥ #হর_হর_মহাদেব
🙏ওম নম:শিবায়🔱 - ShareChat
00:24

More like this