ষষ্ঠীর সন্ধ্যায় সজল ঘোষের পুজো মন্ডপে আলো করে রাজন্যা ও প্রান্তিক
কি ব্যাপার? এর মধ্যে কি কোনো রাজনীতির গন্ধ আছে? আছে কোনো নতুন রাজনৈতিক সমীকরণ? প্রশ্ন নাগরিক মহলের। তাঁদের ২ জনকে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। শাসকদলের ছাত্র সংগঠনের সেই দুই নেতা নেত্রী প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদারকে নিয়ে পুজোতেও নতুন গুঞ্জন। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল তাঁদের। এর পিছনে কি রাজনৈতিক কোনও বার্তা রয়েছে? কী বলছেন সজল ঘোষ? কী বলছেন রাজন্যা ও প্রান্তিক? সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো নিয়ে এমনিতে প্রশাসনের সঙ্গে সজল ঘোষের টানাপোড়েন চলছে। রোজ পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি। তার মধ্যেই এদিন সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল রাজন্যা ও প্রান্তিককে।
রাজন্যারা কেন তার মন্ডপে? প্রশ্ন শুনেই সজল বললেন, “সব কিছুতে রাজনীতি খোঁজার কী আছে। এখানে রাজনীতির কী আছে? ও (রাজন্যা) আমার বোনের মতো। আমরা কখনও টিভিতে লড়াই করেছি। কখনও আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেটা থাকবে। এরকম আরও অনেকে আসেন। তোমরা দেখতে পাও না। রাজন্যা আগেও আসতেন।” সজলের পাশে তখন দাঁড়িয়ে রয়েছেন রাজন্যা ও প্রান্তিক। সজল যখন কথাগুলি বলছিলেন, বারবার মাথা নেড়ে তাঁকে সমর্থন করেন প্রান্তিক। সজলকে প্রশ্ন করা হয়, তাহলে তৃণমূলের নেতা-নেত্রীর পা পড়ল আপনার পুজোয়? প্রশ্ন শুনেই তাঁর জবাব, “ওকে (রাজন্যা) আমি আর তৃণমূল ধরছি না। ও সত্যিকে সত্যি বলে। দেরিতে হলেও বলেছে।”
#political #political
