ShareChat
click to see wallet page
search
অনুব্রতর রাইস মিলে ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা বিলাসবহুল গাড়ি! মালিকানা নিয়ে প্রশ্ন #🚨অনুব্রত মামলায় নাজেহাল সিবিআই🤔 #😍ভাইরাল আপডেট😲 #📈লেটেস্ট আপডেট📰
🚨অনুব্রত মামলায় নাজেহাল সিবিআই🤔 - MB 54U6666 GOVT OF WEST BENGRE IND < ID News অনুব্রতর রাইস মিলে ‘ পশ্চিমবঙ্গ সরকার লেখা বিলাসবহুল গাড়ি ! মালিকানা নিয়ে প্রশ্ন অনুব্রত মণ্ডলের ভোলে ব্যোম রাইস মিলের ভিতরে বিলাসবহুল পাঁচটি গাড়ি । প্রতিটিতে তৃণমূলের স্টিকার । এই গাড়ির মালিক কে ? কী কাজে ব্যবহার করা হত এই গাড়িগুলি , সেটাই এখন প্রশ্ন । এ বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও মুখে কুলুপ এঁটেছেন মিল কর্মীরা । তবে স্থানীয়দের দাবি , প্রায়ই ওই মিলে যেতেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা । শুক্রবার সকালে প্রায় সোয়া দশটা নাগাদ ভোলে ব্যোম রাইস মিলে প্রবেশ করে সিবিআই । এরপরই মিলের পিছনের দিকে নজরে পড়ে একটি গ্যারাজ । দেখা যায় , সেখানে একের পর এক রাখা রয়েছে বিলাসবহুল গাড়ি । সবক ’ টি গাড়ির রং কালো । তাতে তৃণমূলের স্টিকার দেওয়া । গাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের ব্যাজ । গাড়িতে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার । ফলে গাড়িগুলি কী কাজে ব্যবহার হত , কেন ওই মিলে রাখা , তা বড় প্রশ্ন । পাশাপাশি কে এত গাড়ির মালিক ? আদতে কী কাজে ব্যবহার হত এগুলো , তা এখনও অজানা । এবিষয়ে একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হলে কেউ সদুত্তর দেননি । তাই গাড়ির মালিকানা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নেই । অনেকেই অন্য কোনও অজুহাত দিয়ে এড়িয়ে গিয়েছেন প্রশ্ন । - ShareChat