ShareChat
click to see wallet page
search
বাংলাদেশে কি নতুন করে কোনো উত্তেজনা তৈরী হতে চলেছে? বাংলাদেশে বসবাসকারী ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য আধিকারিকদের পরিবারের লোকজনকে দ্রুত ভারতে ফেরার নির্দেশ দিল ভারত সরকার। কেন এই নির্দেশ? প্রশ্ন সকলের মনেই। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই-এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে এটাও জানানো হয়েছে, আধিকারিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হলেও বাংলাদেশে ভারতের দূতাবাস ও অন্যান্য সব কেন্দ্রই খোলা থাকবে। কিন্তু কেন হঠাৎ এমন নির্দেশ দিল বিদেশমন্ত্রক? জানা যাচ্ছে, এর নেপথ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সরগরম গোটা বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশজুড়ে বাড়তে থাকা মৌলবাদের দাপাদাপি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। ফলে সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। যার জেরেই এই নির্দেশ বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, নির্বাচনের প্রাক্কালে ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তেতে রয়েছে গোটা বাংলাদেশ। অপরাধীদের গ্রেপ্তার করতে উপদেষ্টা সরকারকে চরম সময়সীমা দিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি ভয়ংকরভাবে সেদেশে বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। গণপিটুনির পর নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে ময়মনসিংয়ের হিন্দু যুবক দীপু দাসকে। এর পর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে হিংসার বলি হয়েছেন বহু হিন্দু ব্যবসায়ী ও সাধারণ নাগরিক। গোটা পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই এবার আগাম সতর্কতা মূলক পদক্ষেপ করল বিদেশমন্ত্রক। বোঝা যাচ্ছে আবার বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন শুরু হতে পারে। #prathamalorbarta #প্রথমআলোরবার্তা #prathamalorbarta
prathamalorbarta #প্রথমআলোরবার্তা - PRATHAM ೆ ALOR BARTHA PRATHAM ೆ ALOR BARTHA - ShareChat