ShareChat
click to see wallet page
search
বুঝলে মনু, ভালো আসলে কেও বাসে না। অন্তত আমাকে কেউ ভালোবাসে নি। যারা ভালোবাসা নিয়ে এসেছিলো তার সবাই কেবল ব্যক্তিগত দুঃখ রেখে গেছে। হিসাব কষে দেখলাম, আমার ব্যক্তিগত কোনও দুঃখ নেই, সবটাই কেও না কেও ঋণ দিয়ে গেছে। কখনও বন্ধু হারানোর শোক, কখনও বা প্রিয় মানুষ, ফের কখনও প্রিয় সময় হারানোর দুঃখ ! মাঝে মাঝে মনে হয় জানো, দুঃখ আমার ভেতরে জন্মায় নি বরং আমিই দুঃখের ভেতর জন্মেছি! জীবনে দুঃখ থাকবেই, তবে যদি দুঃখের এত লম্বা লাইন থাকে, কিভাবে তাঁকে জীবন বলি। এই দুঃখের ভীড়েও একটুকরো সুখ ছিলে তুমি, তোমাকেও চলে যেতে হলো এভাবে কপাল ছেড়ে! যত্নে কিছুই পুরনো হয় না। মায়ায় পড়লে আসলে কোনকিছুই এভাবে ছেড়ে আসা যায় না। আসলে, তুমি কখনোই আমার মায়ায় পড়ো নি, শুধু আপন নিসঙ্গতায় আমার সঙ্গ ধার নিয়েছ। আসলেই আমি বোকা, যে সৃষ্টিকর্তা আমায় ভালোবেসে বেঁচে থাকার নেয়ামত দিল, তাঁকে ভুলে আমি ভালবাসলাম তোমাকে। মানুষ আসলেই স্বার্থপর, তোমাকে না পাওয়ার এই দুঃখও স্বার্থপরতার শাস্তি বোধহয়। #💔একাকিত্ব জীবন💔
💔একাকিত্ব জীবন💔 - @vತ SHOUROV GHOSE হিসাব কষে দেখলাম, আমার ব্যক্তিগত কোনও দুঃখ নেই, সবটাই কেও না কেও ঋণ দিয়ে গেছে ! লথা: জৌরভ সৌরভ facebookcom/TheShourov SHOUROV GHOSE Folo @vತ SHOUROV GHOSE হিসাব কষে দেখলাম, আমার ব্যক্তিগত কোনও দুঃখ নেই, সবটাই কেও না কেও ঋণ দিয়ে গেছে ! লথা: জৌরভ সৌরভ facebookcom/TheShourov SHOUROV GHOSE Folo - ShareChat