ShareChat
click to see wallet page
search
না যদি আসবে আমার ঘরে, না যদি আমার হবে; তবে কেন আমাকে মায়ায় বাঁধলে? কেন এমন করে স্বপ্ন দেখালে, যেখানে তোমার উপস্থিতি ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না? তুমি জানতে, আমি একবার বিশ্বাস করলে পুরোটা দিয়েই করি। তবু তুমি সেই বিশ্বাসের বুকেই দাঁড়িয়ে, প্রেমের নামে বিষ মাখা তীর ছুঁড়লে। প্রতিটা তীর এসে বিঁধেছে ঠিক আমার বুকের মাঝখানে, চিৎকার করারও সুযোগ রাখোনি। যাও অভিশাপ দিলাম তোমায়; যতটা কষ্টে আছি আমি, ততটাই সুখে থাকিও তুমি। কারণ আমার কষ্টের প্রতিটা স্তরে তুমি দায়ী। তুমি চলে যাওয়ার পর শুধু মানুষটা হারাইনি, হারিয়েছি নিজের একটা নির্ভরতার জায়গা, হারিয়েছি বিশ্বাস করার ক্ষমতা। এখন কেউ ভালো কথা বললেও বুকের ভেতর ভয়ে কাঁপে,আবার না জানি মায়ায় বেঁধে ফেলে। সব ভালোবাসা পূর্ণতা পর্যন্ত পৌঁছায় না। কিছু ভালোবাসা মাঝ পথে এসে রাস্তা বদল করে। তুমি আমার জীবনে ঠিক তেমনই একটা অসম্পূর্ণ অধ্যায়, যেটা যতই বন্ধ করতে চাই, ব্যথা দিয়ে আবার খুলে যায়। #💔একাকিত্ব জীবন💔
💔একাকিত্ব জীবন💔 - UIAN पाशष @উজীন মহমুদ যাও অভিশাপ দিলাম তোমায়; যতটা কষ্টে আছি আমি, ততটাই সুখে থাকিও তুমি | _উজান  মাহমুদ UIAN पाशष @উজীন মহমুদ যাও অভিশাপ দিলাম তোমায়; যতটা কষ্টে আছি আমি, ততটাই সুখে থাকিও তুমি | _উজান  মাহমুদ - ShareChat