নেতাজি জয়ন্তী বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বা পরাক্রম দিবস ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের একটি সরকারি ছুটির দিন। প্রতি বছর ২৩ জানুয়ারি তারিখে নেতাজি জয়ন্তী পালিত হয়। ভারতের অন্যান্য রাজ্যেও এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করা হয়। এটি দেশপ্রেম দিবস হিসেবেও খ্যাত। #🙏নেতাজি জন্ম জয়ন্তী💐 #😍নেতাজি জয়ন্তী উদযাপন লাইভ🔴 #📝নেতাজি জয়ন্তী বিশেষ কাহিনী🔦 #📝নেতাজি জয়ন্তী স্পেশাল স্টেটাস📲 #🎤নেতাজির শ্লোগান💌


