ShareChat
click to see wallet page
search
শেখ হাসিনার পাশে শুভেন্দু মহম্মদ ইউনুসের ক্যাঙ্গারু আদালতের নির্দেশে শেখ হাসিনার মৃত্যুদন্ড হয়েছে। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে প্রতিবাদ। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রায়ের প্রতিবাদ জানিয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের এই রায়কে ‘বিচারের নামে প্রহসন’ বলে উল্লেখ করেছেন কেউ কেউ। গোটা বিচারপ্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ পাননি হাসিনা। আর এই ‘একতরফা বিচারে’র নিন্দা করে মুজিবকন্যার পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, ”যারা আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই রায় ঘোষণা করল, তাদের অবস্থা খারাপ হবে। পাকিস্তানের নির্দেশে এইসব হয়েছে।” শেখ হাসিনাকে ‘উদারচেতা’ বলে সোমবার তাঁর ভূয়সী প্রশংসা শোনা গেল বিরোধী দলনেতার গলায়। এও জানালেন, কোনও রাজনীতি নয়, একজন বাঙালি হিসেবে এই প্রতিক্রিয়া দিলেন। শুভেন্দুর কথায়, ”হাসিনা ছিলেন উদারচেতা। বাঙালি সংস্কৃতি রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিলেন। অবিভক্ত বাংলার ঐতিহ্য রক্ষা করার কাজ করতেন তিনি।” এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন ভারতের ‘রাজনৈতিক আশ্রয়ে’। তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারত সরকারকে চিঠি পাঠানোর তোড়জোড় শুরু করেছে। এনিয়ে শুভেন্দুর বক্তব্য, ”উনি (শেখ হাসিনা) বৈধভাবে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতে রয়েছেন। এর আগে বঙ্গবন্ধু মুজিবর রহমান, দলাই লামা সবাইকেই এভাবে আশ্রয় দেওয়া হয়েছে।” #political
political - ShareChat