বিপর্যস্ত মানুষদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সোমবারই মমতা উত্তরবঙ্গ যাচ্ছেন
গত কয়েকদিন ধরে বিশেষ করে শনিবার সারা রাত প্রবল বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত নেপাল সহ উত্তরবঙ্গ। আজ রবিবার পূজা কার্নিভাল সেরেই সোমবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ। মিরিকে মৃত্যু একাধিক ব্যক্তির। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির উপর রবিবার সকাল থেকেই নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ সোমবারই শিলিগুড়ি যাচ্ছেন তিনি। উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাঁচ জেলাশাসককে নিয়ে বৈঠকে করেছেন মমতা। পর্যটকদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন তিনি। পরিস্থিতি নজর রাখছেন মুখ্যমন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরবঙ্গে ধস হয়েছে। বৃষ্টিতে ভূটান-সিকিম ভেসে গেছে। মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। পাঁচটা জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছি। আমি সকাল ছটা থেকে মনিটর করছি। ক্রমাগত ১২ ঘণ্টা বৃষ্টি হয়েছে।”
পর্যটকদের উদ্দেশ্যে তিনি বলেন, "মিরিক হল ছোট পাহাড়। মিরিক-দার্জিলিং-কালিম্পং ঘিরে সাতটা ধস নেমেছে। একটা ব্রিজ ভেঙেছে। কালিম্পংয়ের রাস্তা বন্ধ আছে। অনেক পর্যটক আটকে আছেন। আমি বলেছি, পর্যটকরা যে যেখানে আছেন থাকবেন। তাঁদের যেন অতিরিক্ত হোটেল ভাড়া দিতে না হয়। হোটেল মালিকরা যাতে চাপ না দেয় সেটা সরকার দেখবেন। কিন্তু তাঁদের আমরা সেফলি নিয়ে আসব। পর্যটকরা যেন তাড়াহুড়ো না করেন।যে পরিবারের মানুষ মারা গিয়েছেন, মিরিকেই মূল ঘটনা ঘটেছে। আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে। অনেক জল জমে গেছে। বাইরে থেকে জল এসেছে।”
#political