খুবই আড়ম্বরের সঙ্গে খড়গপুরে পালন করা হলো ' রাবন দহন' অনুষ্ঠান
আমাদের বিজয়া দশমীর দিন দক্ষিণ ভারতে পালন করা হয় 'রাবন দহন' উৎসব। বাংলারও কোনো কোনো জায়গায় পালিত হয় সেই উৎসব। খুবই আড়ম্বরের সঙ্গে পালিত হয় খড়গপুরে। দশেরা উৎসব কমিটির উদ্যোগে খড়্গপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার রাবণ পোড়া ময়দানে এ বার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার ভোর থেকে একটানা বৃষ্টিতে দহনের আগেই ভিজে গিয়েছিল ৫৫ ফুটের সুবিশাল রাবণ। সেই সঙ্গে মাঠও জলমগ্ন ও কর্দমাক্ত হয়ে গিয়েছিল। তবে দুর্যোগ কেটে গিয়ে এ দিন সন্ধ্যায় রাবণ পোড়া মাঠে সুষ্ঠুভাবেই রাবণ বধ সম্পন্ন হলো।
খড়্গপুরে এ বার এই অনুষ্ঠান ১০১তম বর্ষে পা দিল। এ দিন রিমোট কন্ট্রোলের সাহায্যে রাবণ দহন করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। কিন্তু অন্যান্য বারের মতো এ দিন দশানন রাবণের দশটি মাথা সশব্দে ফাটেনি বলে দর্শকরা কিছুটা হতাশও হন। তবে উদ্যোক্তারা এ জন্য অতিরিক্ত বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগকেই দায়ী করেছেন। উদ্যোক্তাদের তরফে প্রদীপ সরকার বলেন, ‘মিনি ইন্ডিয়া খড়্গপুরের এই রাবণ দহন অনুষ্ঠান দেখতে শুধু জেলা বা রাজ্যেরই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও হাজার হাজার মানুষ উপস্থিত হন।’ খড়্গপুর শহরের এই রাবণ বধ অনুষ্ঠান উপলক্ষে আগেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#religious