ShareChat
click to see wallet page
search
প্রসঙ্গ উত্তরবঙ্গের বন্যা - 'স্টেট ডিজাস্টার' ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি রাজু বিস্তার বিশ্ব উষ্ণায়ন এর কারণে পৃথিবীর প্রকৃতির ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। তারই পরিণামে শরতের শেষেও বাংলা জুড়ে হয়ে চলেছে প্রবল বৃষ্টি। আর গত কয়েকদিন ধরে নেপাল সহ উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। ইতিমধ্যে ২৭ জনের মৃত্যুর খবর এসেছে। সেই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। উত্তরবঙ্গে উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা। ভূমি ধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিং , কালিম্পং এবং মিরিকে। বানভাসী হয়েছে উত্তরের নীচের দিকের জেলাগুলি। আর এই আবহেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন পাহাড়ের বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্য জুড়ে বিপর্যয় বা ‘স্টেট ডিজ়াস্টার’ ঘোষণার আর্জি জানিয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনি জানেন গত দু’দিন ধরে চলা লাগাতর বৃষ্টির জেরে দার্জিলিং, তরাই এবং ডুয়ার্স সংলগ্ন অঞ্চলগুলিতে ভয়াবহ ক্ষতি হয়ে গিয়েছে। তাই এই পাহাড়বাসীদের প্রতিনিধি হিসাবে আপনার কাছে একটাই আর্জি রাখতে চাই।’ তাঁর সংযোজন, ‘দয়া করে দার্জিলিং, তরাই এবং ডুয়ার্স সংলগ্ন অঞ্চলে বৃষ্টির জন্য তৈরি হওয়া ভূমিধসকে রাজ্যস্তরীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করুন। পাশাপাশি, কেন্দ্রকেও এই ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যুর পরিসংখ্যান সম্পর্কে জানান। তাদের জানান, এই বৃষ্টির জেরে পাহাড়ের মানুষের জনজীবন, কৃষি জমি, রাস্তাঘাট কি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তা হলে কেন্দ্রও তাদের তরফ থেকে আমাদের দিকে বাড়তি সাহায্যের হাত এগিয়ে দিতে পারবে।’ এরপরেই রাজ্যের দিকে আক্রমণের সুরে ওই বিজেপি সাংসদ লেখেন, ‘আজ এই অনুরোধ করার কারণ একটাই। ২০২৩ সালে তিস্তায় হওয়া বন্যাকে রাজ্য বিপর্যয় বলে ঘোষণা না করার জেরে দুর্গতরা কোনও রকম ক্ষতিপূরণ পাননি। সবটা থেকে কার্যত তাঁরা বঞ্চিত হয়েছেন। আমার বিশ্বাস এবার আপনি সেই দুর্গতদের পাশে দাঁড়াবেন।' #political
political - 000000 000000 - ShareChat