নবমীর রাতে কালীঘাটের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর দেবদেবীর প্রতি ভক্তি বিশেষ করে কালী ঠাকুরের প্রতি যে অগাধ ভক্তি তা আমরা জানি। তিনি নিজের বাড়িতেই কালীপুজো করেন। নবমীর রাতে কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি কালীঘাটে মায়ের মন্দিরে গর্ভগৃহে গিয়ে পুজো দেন। উপস্থিত ছিলেন পুরোহিতরাও। তাঁর কপালে ছুঁইয়ে দেওয়া হয় আশীর্বাদের ফুল। মা কালীর কাছে তিনি প্রার্থনা করেন। দক্ষিণাও দেন।
নবমীতে মা কালীর আরতিও করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাঁসরও বাজান তিনি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রতি বছর কালী পুজো হয়। এছাড়া তিনি প্রায়সময়ই কালীঘাটের মন্দিরেও আসেন পুজো দিতে।
#religious