ShareChat
click to see wallet page
search
রাজ্যবাসীকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর নিজের লেখা ও সুর দেওয়া গানের মধ্য দিয়েই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানালেন। আমাদের মুখ্যমন্ত্রী এখন রীতিমত একজন সংগীতকার ও সুরকার। আজ, সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি। এদিন সকালে নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাংলাজুড়ে এখনও উৎসবের আমেজ। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। কমবেশি প্রায় সকলেরই বাড়িতে ধনদেবীর আরাধনার আয়োজন চলছে। সোমবার সকালে রাজ্যবাসীকে নিজের লেখা গানে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি নিজের লেখা গান, কবিতার মাধ্যমে বিভিন্ন উৎসবে শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। এদিনও তার অন্যথা হয়নি। সোমবার সকালে সোশাল মিডিয়া পোস্টে মমতা লেখেন, ‘আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।… সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” জানা গিয়েছে, গানটির কথা ও সুর করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে গানটি গেয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে লক্ষ্মীপুজোর প্রস্তুতির দৃশ্য। সেই সঙ্গে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তাও রয়েছে এই গানে। #political
political - +-= _ ஸ=+=+#3==' ஈ6 ~ 4=1=சச 5-=8=1 41 505==4~015 a -+==0ப7-1 +-= _ ஸ=+=+#3==' ஈ6 ~ 4=1=சச 5-=8=1 41 505==4~015 a -+==0ப7-1 - ShareChat