"গণতন্ত্রের টুটি টিপে হত্যা করা হচ্ছে” - বিপ্লব কুমার দেব
ত্রিপুরা থেকে ছুটে এসেছেন বিপ্লব কুমার দেব। উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার সময় পরিকল্পিত হামলার শিকার হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনায় কেন্দ্রীয় পর্যায়ের নজরও কেড়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb)। সম্প্রতি তিনি তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে গিয়ে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী বাহিনীর পরিকল্পিত হামলার শিকার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। আজ তাঁদের দুজনের সাথে সাক্ষাৎ করে শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হই।”
বিপ্লব কুমার দেব আরও জানান, “ক্রমেই জনআস্থাশুন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারাবার আগাম বিদায় ঘন্টা শুনতে পেয়ে একপ্রকার সরকারিতন্ত্রকেও দলীয় তন্ত্রে পরিবর্তিত করে জঙ্গলরাজ, সন্ত্রাস ও রক্ত ঝরানোর রাজনীতিকে হাতিয়ার করেছেন। প্রতিদিন একেকটি কলঙ্কময় অধ্যায় রচিত হয়ে চলেছে, মমতাহীন মমতা শাসনে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত নেতারা বর্তমানে চিকিৎসাধীন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও এই হামলার ঘটনায় এখনও কোনো গ্রেপ্তারি বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজ এই ঘটনার নিন্দা জানাচ্ছে এবং সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে। উত্তরবঙ্গের এই বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য ছিল নেতাদের। কিন্তু রাজনৈতিক বিবাদ এবং স্থানীয় দুষ্কৃতী বাহিনীর পরিকল্পিত আক্রমণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এরমধ্যে বিজেপি নেতা বিপ্লব দেবের এই পোস্ট রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ সৃষ্টি করবে বলে মনে করছে রাজনীতি মহল।
#political