ShareChat
click to see wallet page
search
বিকেলে রেডরোডে মেঘা কার্নিভাল - বন্ধ বেশ কয়েকটি রাস্তা শনিবার রাতে প্রবল বৃষ্টি হয়েছে কলকাতায়। ইতিমধ্যে বহু জায়গায় জল জমে গেছে। সেই পরিস্থিতিতেই আজ রবিবার দুর্গাপুজোর কার্নিভাল। গত ৯ বারের মতো দশম বর্ষেও জাঁকজমক পূর্ণ হতে চলবেছে দুর্গাপুজোর কার্নিভাল। কলতকাতার তাবড় পুজো মণ্ডপগুলি বিশ্বের দরবারে নিজেদের থিম পুজোর উপস্থাপন করতে প্রস্তুত। বিকেল ৪.৩০ থেকে রেড রোডেশুরু হবে সেই বর্ণাঢ্য অনুষ্ঠান। তার আগে পুজো কমিটিগুলিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। রেড রোডের এই মেগা অনুষ্ঠানের জন্য এদিন শহরের একাধিক রাস্তায় যান চলাচলের রুট পরিবর্তন করেছে কলকাতা পুলিশ। কোন কোন পথে এদিন গাড়ি চলবে না? এই প্রথম শতাধিক পুজোর ট্যাবলো দেখা যাবে কলকাতার রাজপথে। রেড রোডে প্রদর্শিত হওয়ার পর দুর্গা প্রতিমাগুলি নিয়ে যাওয়া হবে বাবুঘাটে। প্রতিবারের মতো এবারও সেখানেই হবে নিরঞ্জন। ফলে দীর্ঘক্ষণ সেই রাস্তায় যান চলাচল কার্যত স্তব্ধ থাকবে। কোন কোন রাস্তা বন্ধ থাকবে কার্নিভালের সময়ে? লালবাজার সূত্রে জানা গেছে - * কার্নিভাল উপলক্ষে রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। > দুপুর ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে ৯ অক্টোবর পর্যন্ত। > দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র কার্নিভালে অংশ নেওয়া গাড়ি এ ক্ষেত্রে ছাড় পাবে। > অন্য গাড়িগুলো বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। > দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোডে যান চলাচল বন্ধ থাকবে। > দুপুর ২টো থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনস্‌ওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প বন্ধ থাকবে। > রবিবার রাত ৯টা পর্যন্ত রেড রোডে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। > হেঁটে যাঁরা কার্নিভালে যাবেন, তাঁরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আরআর অ্যাভিনিউ ধরে যেতে পারবেন। > রবিবার দুপুর ১২টা থেকে কার্নিভালের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট ইত্যাদিতে গাড়ি রাখা নিষিদ্ধ #political
political - ShareChat