PRATHAM ALOR BARTA
ShareChat
click to see wallet page
@1737913406
1737913406
PRATHAM ALOR BARTA
@1737913406
PRESS & PUBLICATION
রাশিফল -- 25 November বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। মেষ রাশিফল অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। বৃষভ রাশিফল ভাগ্যের ওপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনোদিন হবে না। নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্খিত অনুযায়ী লাভ আনবে না- আর্থিক বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মিথুন রাশিফল বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে- ধ্যান এবং যোগ লাভজনক হবে। নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে। কর্কট রাশিফল আপনার ব্যাধি অসুখীর কারণ হতে পারে। পরিবারে সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। আজ, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন। সিংহ রাশিফল ভ্রমণ-ভোজ এবং আনন্দ আপনাকে আজ এক ভালো মেজাজে রাখবে। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। যদি আপনি আপনার কমনীয়তা এবং বুদ্ধি ব্যবহার করেন তাহলে আপনি মানুষদের আপনার নিজের পথে নিয়ে আসতে পারবেন। কন্যা রাশিফল আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। তুলা রাশিফল অত্যধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে।এটি এড়িয়ে চলুন, যেহেতু উদ্বেগ,বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। আপনার পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। বৃশ্চিক রাশিফল আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি কমিশন- ডিভিডেন্ট- বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন- তাই আপনি এবং আপনার প্রি়য়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন। ধনু রাশিফল দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার। মকর রাশিফল সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে। আপনি যদি আপনার পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভাল, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে। বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন। কুম্ভ রাশিফল আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে। মীন রাশিফল আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না– এতে শান্তি নষ্ট হবে। ভালোবাসার জন্য উৎসাহময় দিন- সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন। #horoscope #প্রথমআলোরবার্তা
horoscope - Horoscope 25 november Horoscope 25 november - ShareChat
মঙ্গলবার বেলা ১১টা বেজে ৪৮ মিনিট নাগাদ উত্তোলন হল রাম মন্দিরের গেরুয়া ধ্বজা এই পতাকা উত্তোলন অনুষ্ঠান ঘিরে লাখো মানুষের ভিড়। শুধু জনসাধারণ নয়, এসেছেন ৭ হাজার বিশিষ্ট অতিথি। প্রধানমন্ত্রীর চোখেও এই অনুষ্ঠান সাধারণ নয়। এই পতাকাকে ‘ভারতের সাংস্কৃতিক পুনরুজ্জীবনের’ প্রতীক বলেই উল্লেখ করলেন তিনি। মোদীর কথায়, ‘আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরও একটি শীর্ষবিন্দুতে পরিণত হল। সারা ভারত, বিশ্ব হয়ে উঠল রামময়। রামলালার প্রতিটি ভক্তের জন্য এই সময় অসীম তৃপ্তির।’ ক্ষত সারল। মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের পর ঠিক এই কথাটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে যজ্ঞের আগুন ৫০০ বছর ধরে জ্বলছিল, তা আজ অবশেষে সম্পূর্ণ হল বলেই দাবি তাঁর। পাশাপাশি, ধ্বজা উত্তোলনের দিন এই মন্তব্যের মধ্য দিয়ে কোথাও গিয়ে বাবরি মসজিদের প্রসঙ্গকেই যেন উস্কে দিলেন তিনি, দাবি একাংশের। নিজের ভাষণপর্বে অযোধ্যাকে রাম রাজ্য বলেই বারংবার অভিহিত করেছেন মোদী। পাশাপাশি, এই রাম রাজ্য এবার দেশের মধ্যে যে নজির তৈরি করবে, সেটাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তাঁর কথায়, ‘এই গেরুয়া ধ্বজা শুধু একটা পতাকা নয়। এটা ভারতীয় সভ্যতারও প্রতীক। এর গেরুয়া রঙ সূর্য দেবের কথা বলে। ওঁম শব্দটি এবং তার সঙ্গে থাকা কোভিদার গাছ (রক্তকাঞ্চন) আসলে রাম রাজ্যের প্রতীক।’ #political #প্রথমআলোরবার্তা
political - ShareChat
[11/25, 3:34 PM] Saswati Chatterjee: এবার ১৩ জন তৃণমূল নেতা ৯ দিনের জন্যে ঘুরবেন সারা বাংলা অভিষেকের নির্দেশ মানেও তৃণমূলের সকলের কাছে তা আদেশ। সেই আদেশ সকলকে মানতেই হবে। SIR নিয়ে তৃণমূলের BLA দের কাজে বেশি খুশি নয় অভিষেক। এবার সেই কাজের তদারকির জন্যে তিনি ৯ জনের একটি টিম গঠন করে দিলেন। ব্যাগ গুছিয়ে ৯ দিনের জন্য বেরিয়ে পড়ুন। এই কদিন আর বাড়ি ফিরবেন না।‘ সোমবারের বৈঠক থেকে কার্যত এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর কাজ যখন প্রায় শেষের দিকে, তখন ১৩ জনের একটি টিম তৈরি করে দিলেন তিনি। ওই ১৩ জন রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে দেখবেন এসআইআর কীভাবে হচ্ছে, বিএলএ-২ রা কীভাবে কাজ করছেন, অ্যাপে রেজিস্ট্রেশন করা হচ্ছে কি না। তৃণমূলের যে সব নেতারা বিএলএ-২ হিসেবে কাজ করছেন, তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁরা যাতে ‘দিদির দূত‘ অ্যাপে সব তথ্য় আপলোড করেন। কিন্তু সেই কাজ ঠিকমতো হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক। তাই সোমবারের বৈঠকে ১৩ জন নেতাকে দায়িত্ব দিয়েছেন তিনি। প্রত্যেককে এক বা একাধিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, একটানা ৯ দিন কাজের ময়দানে থাকতে বলা হয়েছে। বিভিন্ন জেলায় কাজ তরাণ্বিত করার জন্য এই নেতাদের নিযুক্ত করা হয়েছে। তাঁদেরকে বলা হচ্ছে ‘কো অর্ডিনেটর‘। ১০০ শতাংশ কাজ সম্পূর্ণ হলে তবেই নেতারা ফিরবেন। জেলায় জেলায় গিয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল যে সব ওয়ার রুমে তৈরি করেছে, সেখানেও যেতে হবে। ১৩ জন নেতার মধ্যে থাকছেন, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, মানস ভুঁইয়া, প্রসূন বন্দ্য়োপাধ্যায়, বেচারাম মান্না, দিলীপ মণ্ডল, সুজিত বসু, ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়, উদয়ন গুহ, সামিরুল ইসলাম প্রমুখ। [11/25, 3:34 PM] Saswati Chatterjee: হেলিকপ্টার ছেড়ে সড়ক পথেই বনগাঁ ছুটলেন মুখ্যমন্ত্রী একদম শেষ মুহূর্তে জানা গেলো যে হেলিকপ্টার করে মুখ্যমন্ত্রীর বনগাঁ যাওয়ার কথা, সেই কপ্টারের লাইসেন্স শেষ হয়ে গেছে, নতুন করে ইনসিউরেন্স করা হয় নি। ফলে হেলিকপ্টারে চড়ে বনগাঁ সফরে যেতে পারলেন না মুখ্যমন্ত্রী। পরিবর্তে সড়কপথে মতুয়াগড়ে যাচ্ছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই বদলাল সভার সময়। দুপুর তিনটেয় শুরু হবে জনসভা। নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন মহড়া দেয় কপ্টার। সেই সময় ওই কপ্টারটি মহড়াও দেয়। লাইসেন্সের মেয়াদ যে পেরিয়ে গিয়েছে, তা বলা হয়নি। এদিকে, মঙ্গলবার সকালে দেখা যায় ওই কপ্টারটির লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবে আর ওই কপ্টারে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বাধ্য হয়ে সড়কপথে বনগাঁ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সূত্রের খবর, এই ঘটনায় অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, কেন আগে জানানো হল না, তা তদন্ত করে দেখা হবে। সূত্রের খবর, কপ্টার সংস্থাটিকে শোকজ করা হয়েছে। সড়কপথে যাওয়ার ফলে সভার সময়সূচিতে এসেছে বদল। দুপুর একটার পরিবর্তে তিনটেয় শুরু হবে জনসভা। বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় এদিন জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভা ও পদযাত্রার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে বনগাঁ ও ঠাকুরনগরকে। এক হাজারেরও বেশি পুলিশকর্মী রয়েছেন সভা ও পদযাত্রার নিরাপত্তার জন্য। বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। #political #প্রথমআলোরবার্তা
political - ShareChat
বনগাঁ থেকে হুঙ্কার মমতার বাতাস বেশ উত্তপ্ত। তারমধ্যে শেষ মুহূর্তে জানা গেলো মমতার হেলিকপ্টার যেতে পারবে না। তাঁকে সড়ক পথে মতুয়া গড় বনগাঁ যেতে হবে। তিনি বনগাঁ পৌঁছে প্রকাশ্য সভায় এক হাত নিলেন বিজেপি ও কমিশনের বিরুদ্ধে। বক্তব্যর শুরুতেই তিনি বলেন, “আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ নাড়িয়ে দেব।” পড়ে বলেন, "রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকছে? মিজোরাম, মণিপুর, অসমে তো এসআইআর হচ্ছে না। বাংলায় হচ্ছে। কারণ, বাংলাকে জব্দ করতে হবে। বাংলাকে ব্রিটিশরা জব্দ করতে পারেনি, তাই রাজধানী ছিল।” মমতার হুঁশিয়ারি, “জানেন তো, জীবিত বাঘের চেয়ে আহত বাঘ বেশি ভয়ংকর। তাই আঘাত করবেন না। আঘাত করলে প্রত্যাঘাত সহ্য করতে হবে।” এর পরেই বনগাঁবাসীর উদ্দেশে মমতার বার্তা, “আপনাদের আশ্বস্ত করতে এসেছি। ভোট চাইতে আসিনি।” এর পরেই মুখ্যমন্ত্রী নাম না করে তীব্র আক্রমন করেন শুভেন্দুকে। বলেন, "বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়।” শান্তনুকে বিঁধলেন মমতা, “বড়মা যখন অসুস্থ হতেই কোথায় ছিলেন। একবার নয়। ৬ বার নার্সিংহোমে ভর্তি করিয়েছি। বালু আমাকে খবর দিতেন। বালু মানে জ্যোতিপ্রিয়। ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। বিশ্ববিদ্যালয় করেছি।” অন্তিম পর্বে তিনি ধৰ্মীয় ছোঁয়া দিয়ে বলেন, “আমরা ধর্ম, ধর্ম করি না। আমাকে যে খাবার করে দেয় সে-ও একজন তফসিলি মেয়ে। আমাকে খেতে দেয়। একসঙ্গে ঘুমোয়। রান্নাটাও সে-ই করে। তাকে কাছে রেখেছি। মানুষ করেছি। চাকরি দিয়েছি। বিয়ে দিয়েছি।” মমতার হুঁশিয়ারি, “আমার বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর আঘাত করলে, প্রত্যাঘাত সহ্য করতে হবে।” #political #প্রথমআলোরবার্তা
political - | বসন ज 8 99 1 peral  0 உப 001 00   | বসন ज 8 99 1 peral  0 உப 001 00 - ShareChat
রাশিফল -- 24 November বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।  মেষ  অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরো মহিমান্বিত করে তুলুন। দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন- কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে।  বৃষভ  কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে।  মিথুন  আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। আপনি আপনার পরিবারের জন্য কতটা যত্ন করেন তা উপলব্ধি করার জন্য তাদেরকে মৌখিক এবং অমৌখিক বার্তা দেওয়া বজায় রাখুন। খুশি দ্বিগুণ করার জন্য আপনার যথেষ্ট সময় কাটান। কর্কট  নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। কর্মস্থানে আপনি অত্যধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তাঁর সৌরভ অনুভব করবেন।  সিংহ  আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে। মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন। আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে। সৃজনশীল চাকরি সম্পন্ন নেটিভরা আজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন।  কন্যা  স্বাস্হ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে, কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হোন। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। আপনার প্রেমিকাকে আজ কোনও অভিমানের কথা বলবেন না। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন- অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে।  তুলা  আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভাল ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভাল পরিমাণ অর্জন করতে পারে। আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন।  বৃশ্চিক  আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিস্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না।আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন।  ধনু  রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। এটি তাদের আরো আরাম দেবে। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে।  মকর  স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন। আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। পরিবারে কোন মহিলা সদস্যের স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। কুম্ভ  আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। মীন  কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি দৃ .় এবং সমৃদ্ধ থাকে, তবে কোনও তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না। #horoscope #প্রথমআলোরবার্তা
horoscope - @ Horoscope-24 november @ Horoscope-24 november - ShareChat
নির্বাচনের খসড়া তালিকা প্রকাশের পরে হিয়ারিং-এ আপনাকেও ডাকতে পারে SIR প্রক্রিয়া দূরন্ত গতিতে চলেছে। ফর্ম বিলি প্রায় শেষ, ফর্ম কালেকশন অনেকটাই হয়ে গেছে। এর পরেই প্রস্তুত হবে খসড়া তালিকা। কিন্তু খসড়া তালিকায় নাম থাকা মানেই যে তাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে না, তেমনটা কিন্তু নয়। কারণ, তারপরই হবে আসল ঝাড়াই বাছাই পর্ব। ৯ ডিসেম্বরের পর ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। ম্যাপিংয়ের কাজ চলবে। ম্যাপিংয়ে না ম্যাচ করলে সে সময়ে হিয়ারিংয়ের নোটিস যাবে। আর সেই নোটিস পৌঁছে দেবেন বিএলও-রা। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরও-এর মনে হলে তাঁদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই ১১টি নথির মধ্যে ১টি নথি দেখাতেই হবে। সেই ১১টি নথি হলো - ১. রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র ২. আপনার নামে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও পরিচয়পত্র/সার্টিফিকেট/ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। ৩. জন্মের শংসাপত্র। ৪. ভারতের পাসপোর্ট। ৫. স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য। যেখানে আপনার জন্মের সাল, তারিখ উল্লেখ রয়েছে। ৬. রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। ৭. বনাঞ্চলে যাঁরা থাকেন, তাঁদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র। ৮. ওবিসি/এসসি/এসটি বা অন্য কোনও কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। ৯. জাতীয় নাগরিকপঞ্জি বা NRC (যেখানে চালু হয়েছে)। ১০. রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। ১১. সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি। অর্থাৎ দলিল, পরচা। এছাড়াও ২০০২-এর তালিকায় যাঁদের নিজেদের নাম নেই ও পরিবারের কারও নাম নেই, তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি ১১টি নথির মধ্যে ১টি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআরের ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির।পাশাপাশি প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা টাঙিয়ে দেওয়া হবে। সাধারণত এক একটা বুথে ১২০০ বেশি ভোটার থাকার কথা নয়। একই সঙ্গে এসডিও ও বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে। পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও থাকবে নাম। #political #প্রথমআলোরবার্তা
political - निर्वाचन MIRVACHAN 3163ರ भारत SADAN निर्वाचन ELECTION आयोग COMIIISSION OF] INDIA निर्वाचन MIRVACHAN 3163ರ भारत SADAN निर्वाचन ELECTION आयोग COMIIISSION OF] INDIA - ShareChat
ধর্মেন্দ্রর প্রয়াণ আসলে একটা যুগের অবসান তিনি ছিলেন হিন্দি সিনেমার আধুনিক যুগের সূচনা পর্বের অন্যতম একজন আইকন। তিনি থামতে জানেন না। তাঁর একটাই সুর - এগিয়ে চলো। কিন্তু একটা জায়গায় এসে তো থামতেই হয়। আমাদের সকলকে কষ্ট দিয়ে সোমবার বিদায় নিলেন হিন্দি ছবির 'হি-ম্যান' ধর্মেন্দ্র। ৯০ হওয়ার ঠিক এক মাস আগেই বিদায় নিলেন। যে বিদায় বলিউডের অন্যতম একশন হিরোর, যে বিদায় পঞ্জাবের সেই কৃষক পরিবারের ডাকাবুকো ছেলেটির, যার বলিউড স্বপ্ন উড়ান ছুঁয়েছিল। পুরো নাম ধর্মেন্দ্র সিং দেওল। বলিউডের হিম্যান আর শোলের বীরু। তিনি সুঠাম, পেশিবহুল চেহারায় ছয়, সাতের দশকের সিনেমার পর্দায় এসে দাঁড়ালে পুরুষরা হতেন অনুপ্রাণিত আর নারীরা দুমদাম প্রেমে পড়তেন। পঞ্জাবের লুধিয়ানার কৃষক পরিবারের সন্তান। যৌবনকাল থেকেই তাঁর টল ডার্ক হ্যান্ডসাম চেহারার জন্য পাড়া প্রতিবেশিরা সিনেমার নায়ক বলেই ডাকতেন। সময়টা ছয়ের দশক জনপ্রিয় একটি ফিল্ম ম্য়াগাজিনের ‘নিউ ট্য়ালেন্ট’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিলেন ধর্মেন্দ্র। বলাই বাহুল্য, তাঁর স্টারসুলভ চেহারা জিতে নিয়েছিল বিচারকদের মন। প্রথম প্রতিযোগিতাতেই প্রথম হলেন ধর্মেন্দ্র। ব্যস, প্রতিযোগিতার মঞ্চ থেকে সোজা সিনেমায় সুযোগ। প্রথম ছবি ১৯৬১ সালের দিল ভি তেরা, হাম ভি তেরে। প্রথম ছবি থেকেই ধর্মেন্দ্র বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ধর্মেন্দ্রকে। সুরত অউর সিরাত, বন্দিনী, দিলনে ফির ইয়াদ কিয়া, অনপড়, পুজা কে ফুল, আঁখে, ফুল অউর পত্থর, আয়া মিলন কি বেলা, আয়া সাওয়ান ঝুমকে, মেরে হামদম মেরে দোস্ত, একের পর এক সুপারহিট ছবি। কখনও পুরোদস্তুর প্রেমিক হিরো, তো কখনও অ্য়াকশনপ্যাকড নায়ক। সবেতেই বক্স অফিসকে হাতের মুঠোয় নিয়েছিলেন। যার প্রমাণ হেমা মালিনীর সঙ্গে জুটি বেঁধে সীতা অউর গীতা এবং অমিতাভের সঙ্গে শোলে। শোলের জয়-ভীরু তো বলিউডের আইকন। শুধু সিনেমার পর্দা নয়, ধর্মেন্দ্র বাস্তব জীবনও ছিল রঙিন। ১৯৫৪ সালে ধর্মেন্দ্রর বাবা-মা ধর্মেন্দ্রর সঙ্গে প্রকাশ কর নামক উনিশ বছর বয়সী এক তরুণীর বিয়ে দেন, তখন ধর্মেন্দ্রর বয়সও ছিল উনিশ, এই প্রকাশ কর এবং ধর্মেন্দ্রর চারজন সন্তান হয়, দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল মেয়ে বিজেতা এবং অজিতা। দুই ছেলে বলিউডে পা দিলেও, মেয়েরা সিনেমার থেকে দূরে থেকেছেন। তবে বলিউডে পা রাখার পর, সিনেপর্দার সঙ্গে সঙ্গে বাস্তব জীবনেও সুপারহিট হয় ধর্মেন্দ্র ও হেমার জুটি। শোনা যায়, ১৯৮০ সালে গোপনে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। যদিও প্রথম স্ত্রী প্রকাশ করকে তিনি ডিভোর্স দিতে চাননি। এমনকী, শেষ জীবনে প্রথম স্ত্রীর কাছেই ছিলেন ধর্মেন্দ্র। অন্যদিকে, হেমা ও ধর্মেন্দ্রর দুই কন্যা সন্তান এষা দেওল ও আহানা দেওল। আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখতেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছিলেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। ধর্মেন্দ্র প্রয়াণ স্বাভাবিক ভাবেই বলিউডের একটি যুগের অবসান। বলিউডের হিম্যানকে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ। #Entertainment
Entertainment - ShareChat
এবার রাজপথে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষকরা - বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত শিক্ষক নিয়োগ দুর্নীতি এমন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে যে কিছুতেই রাজ্য শিক্ষাদপ্তর আন্দোলন থেকে রেহাই পাচ্ছে না। এবার রাজপথে SLST চাকরিপ্রার্থীরা। একাধিক দাবিতে এবার রাজপথে আন্দোলনে কর্মশিক্ষা-শারীরশিক্ষার নতুন চাকরিপ্রার্থীরা। সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। এসএন ব্যানার্জি রোডে পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান প্রতিবাদীরা। অভিযোগ, মিছিল থেকে তাঁরা পুলিশের উদ্দেশে হুমকি দেন, ”আন্দোলন কাকে বলে দেখিয়ে দেব।” SLST-তে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের জন্য বরাদ্দ অতিরিক্ত ১০ নম্বর বাতিল, শূন্যপদের সংখ্যাবৃদ্ধি-সহ একাধিক দাবিতে সোমবার শারীরশিক্ষা-কর্মশিক্ষা নতুন চাকরিপ্রার্থীরা মিছিল শুরু করেন শিয়ালদহ স্টেশন চত্বর থেকে। গন্তব্য ধর্মতলা। সেখানে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা। কিন্তু মাঝপথে এসএন ব্যানার্জি রোডে পুলিশ তাঁদের আটকায়। সেখানে প্রতিবাদীদের সঙ্গে চাকরিপ্রার্থীদের হাতাহাতি হয়। কিন্তু পুলিশের ব্যারিকেড সরিয়েই এগিয়ে যায় তাঁদের মিছিল। কিন্তু পরে আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন SLST নতুন চাকরিপ্রার্থীরা। স্বাভাবিক কারণেই এবার আবার সরকার সিঁদুরে মেঘ দেখা শুরু করেছে। #political #প্রথমআলোরবার্তা
political - ShareChat
রাশিফল -- 23 November বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।  মেষ  অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরো মহিমান্বিত করে তুলুন। দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন- কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে।  বৃষভ  কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে।  মিথুন  আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। আপনি আপনার পরিবারের জন্য কতটা যত্ন করেন তা উপলব্ধি করার জন্য তাদেরকে মৌখিক এবং অমৌখিক বার্তা দেওয়া বজায় রাখুন। খুশি দ্বিগুণ করার জন্য আপনার যথেষ্ট সময় কাটান। কর্কট  নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। কর্মস্থানে আপনি অত্যধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তাঁর সৌরভ অনুভব করবেন।  সিংহ  আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে। মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন। আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে। সৃজনশীল চাকরি সম্পন্ন নেটিভরা আজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন।  কন্যা  স্বাস্হ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে, কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হোন। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। আপনার প্রেমিকাকে আজ কোনও অভিমানের কথা বলবেন না। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন- অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে।  তুলা  আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভাল ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভাল পরিমাণ অর্জন করতে পারে। আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন।  বৃশ্চিক  আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিস্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না।আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন।  ধনু  রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। এটি তাদের আরো আরাম দেবে। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে।  মকর  কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি দৃ .় এবং সমৃদ্ধ থাকে, তবে কোনও তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না। কুম্ভ  স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন। আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। পরিবারে কোন মহিলা সদস্যের স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। মীন  আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। #horoscope
horoscope - Horoscope-23 november Horoscope-23 november - ShareChat
গান্ধীকে 'শয়তান' বলে ফের বিতর্কে জড়ালেন তথাগত বিজেপি নেতা তথাগত রায় মানেই যেন এক রাশ বিতর্ক। বিতর্ক ছাড়া তিনি থাকতে পারেন না। একটি পোস্টে তিনি মহাত্মা গান্ধীকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন। এও লিখেছেন, সাভারকর মুক্তি হয়েছিলেন বলে হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছে। সাভারকরের হিন্দু মহাসভা থেকে আজকের বিজেপি – এনিয়ে ফেসবুক পোস্টের ছত্রে ছত্রে যথেষ্ট বিতর্কিত কথা লিখেছেন তথাগত রায়। তবে এহেন পোস্টে ব্যাপক সাড়া পড়েছে। কেউ কেউ তাঁকে সমর্থন করেছেন। কেউ আবার উলটে বিজেপি নেতাকেই কাঠগড়ায় তুলেছেন। বিতর্কিত সেই পোষ্টে তথাগত রায় ‘'যে কোনো উপায়েই হোক, সাভারকার মুক্ত হয়েছিলেন বলে আজকে আমরা হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছি – না হলে শয়তান মোহনদাস গান্ধী আমাদের সকলকে মুসলমানের ক্রীতদাস বানিয়ে দিত। গান্ধী তো জিন্নাকে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী করতে চাইছিল! আজকের ভারতে যে বিকৃত ‘সেকুলারবাদ’ মুসলিম উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়েছে তার দায়িত্ব তো গান্ধী-নেহরুর! সাভারকারের হিন্দু মহাসভা ভোট পেত না, কিন্তু হিন্দুদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। সেই হিন্দু মহাসভা রাজনীতির অমোঘ গতিতে ভারতীয় জনসংঘের জন্ম দিয়েছিল যার থেকে জন্ম নিল ভারতীয় জনতা পার্টি। বাকিটা ইতিহাস।'’ #political
political - Tathagatakoy মুখচিলেন কোনো উপাযেই হোেত্র; সাভাবত্রার মুত্ত আচি ঊঢ়কার্র বেচে আজকে আমরা হিনদুদনা সম গথন্কী আমাদের ial' Mnl +0 না হালে শযতান সোহনাদনিস গদিত | গান্জী তো মুসলমানের ক্রীতদাস বানিয়ে চাইছিল] urca' জিলে আবভক ভাবতের -7 আজকেন তারতে @ে বিব্রত  'Ceclaal ' M-Caod দিয়েছে তান দায়িত্ব তো  (ತ(೬ಸೇ; ೯ತ స TIITUv সাভাবকানেন চিন্দু মহাসভা / করেছিল ! সেহাহিল প্রভাবিত হিন্দ্বদেব চিনাধবাতে Gron Mfu Luಖ नाऊनाछिन wTE आन्निल (3 IuITIEIFI জনা எபய Milb | Tifbl  71H1 Gun mmul Tathagatakoy মুখচিলেন কোনো উপাযেই হোেত্র; সাভাবত্রার মুত্ত আচি ঊঢ়কার্র বেচে আজকে আমরা হিনদুদনা সম গথন্কী আমাদের ial' Mnl +0 না হালে শযতান সোহনাদনিস গদিত | গান্জী তো মুসলমানের ক্রীতদাস বানিয়ে চাইছিল] urca' জিলে আবভক ভাবতের -7 আজকেন তারতে @ে বিব্রত  'Ceclaal ' M-Caod দিয়েছে তান দায়িত্ব তো  (ತ(೬ಸೇ; ೯ತ స TIITUv সাভাবকানেন চিন্দু মহাসভা / করেছিল ! সেহাহিল প্রভাবিত হিন্দ্বদেব চিনাধবাতে Gron Mfu Luಖ नाऊनाछिन wTE आन्निल (3 IuITIEIFI জনা எபய Milb | Tifbl  71H1 Gun mmul - ShareChat