নীচে পাশাপাশি দুটো ফর্ম দেওয়া হয়েছে। বাঁদিকের ফর্মটা SIR ফর্ম । ডান দিকে NRC করা আইন CAA2003 মোতাবেক তৈরি আরেকটা ফর্ম। দেখুন SIR ফর্মে, হুবহু NRC করার আইনের শর্তগুলো বসিয়েছে ও SIR নামে NRC করছে। সিরাজদৌল্লার সময় থেকে যারা বংশ পরম্পরায় ভারতে নাগরিক, কোটি কোটি ভূমি পুত্র, কন্যা, ভাই, ভগনি, মা, বাবা বেনাগরিক হবে। এটা অসাংবিধানিক ।কাগজ কখনো নাগরিকত্বের প্রমান হতে পারে। কাগজ নেই বলে কোন মানুষের নাগরিকত্ব কেড়ে তাকে দেশহীন করে দেওয়া যায় না। #📢শেয়ারচ্যাট স্পেশাল