একবার বলোরে ভাই মধুমাখা হরির নাম বলো রে
🌺#মৃত্যু_অনিবার্য—তবু ভক্তির প্রয়োজন কেন?
👉এই জগতে এমন কেউ নেই, যে মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে। রাজা–মহারাজা হোক বা দরিদ্র পথিক—সবাইকে একদিন দেহ ত্যাগ করতেই হয়।
তাহলে প্রশ্ন ওঠে—
যখন মৃত্যু সবার জন্যই অবশ্যম্ভাবী,
তখন কেন সাধনা?
কেন নামজপ, ভজন, কীর্তন?
কেনই বা ঈশ্বরচিন্তা?
এই প্রশ্ন নতুন নয়।
মানবচিত্ত চিরকালই এই দ্বন্দ্বে পড়েছে—
“সব শেষই যদি মৃত্যুতেই হয়, তবে ধর্মপথে চলার প্রয়োজন কোথায়?”
উত্তর লুকিয়ে আছে মৃত্যুর প্রকৃত স্বরূপে
মৃত্যু কখনোই ধ্বংস নয়—
মৃত্যু হলো **রূপান্তর**।
যেমন একজন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হলে
সে একই বিদ্যালয় ছেড়ে যায়—
কিন্তু ব্যর্থ হলে আবারও একই শ্রেণিতে ফিরতে হয়।
বিদ্যালয় ত্যাগ করা দু’জনের ক্ষেত্রেই এক,
কিন্তু ভবিষ্যৎ সম্পূর্ণ আলাদা।
ঠিক তেমনই—
দেহত্যাগ সবাই করে,
কিন্তু **গন্তব্য এক নয়**।
ভক্তি না থাকলে মৃত্যু কী দেয়?
যে মানুষ সারাজীবন শুধু
ইন্দ্রিয়সুখ, অর্থ, ক্ষমতা ও অহংকারের পিছনে ছুটে চলে—
যে কখনো নিজের অস্তিত্বের গভীর প্রশ্ন করেনি—
“আমি কে? কেন এসেছি?”
তার জন্য মৃত্যু কোনো মুক্তি আনে না।
তার চেতনা থেকে যায় অসম্পূর্ণ,
তার কামনা থেকে যায় অপূর্ণ।
ফলে তাকে আবারও ফিরে আসতে হয়—
নতুন দেহে, নতুন পরিস্থিতিতে,
নিজের কর্মফলের ভার বহন করে।
এই সংসার তখন আর আশ্রম থাকে না—
হয়ে ওঠে এক অন্তহীন চক্র।
আর ভক্তির পথে চললে?
যে ব্যক্তি জীবিত অবস্থায়ই
নিজেকে ভগবানের স্মরণে অভ্যস্ত করে তোলে—
যার হৃদয়ে কৃষ্ণনাম ধ্বনিত হয়—
যে দুঃখে–সুখে প্রভুকে স্মরণ করে—
তার জন্য মৃত্যু ভয়ের নয়।
যেমন সন্ধ্যায় ক্লান্ত পথিক
নিজের ঘরের আলো দেখতে পেলে স্বস্তি পায়—
ঠিক তেমনই ভক্তের জন্য মৃত্যু
ঘরে ফেরার আহ্বান।
তার চেতনা তখন আর জড় জগতে আটকে থাকে না।
সে প্রবেশ করে এমন এক স্তরে
যেখানে নেই জন্ম–মৃত্যুর পুনরাবৃত্তি,
নেই ক্ষয়, নেই অভাব—
শুধু সেবা, শান্তি ও প্রেম।
মানবজীবন কেন দুর্লভ?
কারণ এই জীবনেই আছে **বিবেচনার শক্তি**।
এই জীবনেই মানুষ প্রশ্ন করতে পারে,
পথ বেছে নিতে পারে,
নিজেকে পরিবর্তন করতে পারে।
একটি গাছ বা পশু তা পারে না।
তাই এই মানবজীবন
শুধু ভোগের জন্য নয়—
**উত্তরণের জন্য**।
তাই কী করণীয়?
সব কিছু ছেড়ে বনবাস নয়,
কিন্তু জীবনের মাঝেই ভগবানের স্থান তৈরি করা।
* প্রতিদিন কিছু সময় নামস্মরণ
* সাধুজনের সঙ্গ
* শাস্ত্র শ্রবণ
* অহংকার কমিয়ে কৃতজ্ঞতা বাড়ানো
* নিজের কর্মকে ঈশ্বরার্পণ করা
এইটুকুই যথেষ্ট পথ বদলে দিতে।
উপসংহার
মৃত্যু প্রশ্ন করে না আপনি কে,
কিন্তু **চেতনা নির্ধারণ করে আপনি কোথায় যাবেন**।
তাই মৃত্যুর ভয় নয়—
জীবনের প্রস্তুতিই আসল।
এই ক্ষণস্থায়ী দেহের ভিতরেই
চিরন্তনের সন্ধান করুন।
কারণ যে জীবনে কৃষ্ণ আছেন—
সে জীবনে মৃত্যু শেষ কথা নয়।
🌼 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
🌼 হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
জয় শ্রীকৃষ্ণ।
প্রেমে একবার বলুন— **রাধে রাধে।** 🙏💛
#newyear #foryou #followerseveryonehighlights #virals #bhagavadgitanews #sanatandharma #dharma #🙂ভক্তি😊
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ❤️❤️🙏🙏 #🙂ভক্তির সকাল😇









![🙂ভক্তি😊 - মানসিকতা যদি হয় সুন্দরু; উদ্দেশ্য যদি হয় সং বিশ্বাস রাখো- তবে ঈশ্বর অবশ্যই কোনো না কোনো রূপে তোমার সাহায্যে এগিয়ে আসবেন] হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানসিকতা যদি হয় সুন্দরু; উদ্দেশ্য যদি হয় সং বিশ্বাস রাখো- তবে ঈশ্বর অবশ্যই কোনো না কোনো রূপে তোমার সাহায্যে এগিয়ে আসবেন] হরে কৃষ্ণ হরে কৃষ্ণ - ShareChat 🙂ভক্তি😊 - মানসিকতা যদি হয় সুন্দরু; উদ্দেশ্য যদি হয় সং বিশ্বাস রাখো- তবে ঈশ্বর অবশ্যই কোনো না কোনো রূপে তোমার সাহায্যে এগিয়ে আসবেন] হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানসিকতা যদি হয় সুন্দরু; উদ্দেশ্য যদি হয় সং বিশ্বাস রাখো- তবে ঈশ্বর অবশ্যই কোনো না কোনো রূপে তোমার সাহায্যে এগিয়ে আসবেন] হরে কৃষ্ণ হরে কৃষ্ণ - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_362280_2957a3d4_1767025294234_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=234_sc.jpg)



![🙂ভক্তির সকাল😇 - sl3 Eqofla] কিস্তু কণ্ঠস্বর গুনতে পায় ঈশ্বরই একমাত্র যিনি তোমার অন্তরের কথ শুনতে পান sl3 Eqofla] কিস্তু কণ্ঠস্বর গুনতে পায় ঈশ্বরই একমাত্র যিনি তোমার অন্তরের কথ শুনতে পান - ShareChat 🙂ভক্তির সকাল😇 - sl3 Eqofla] কিস্তু কণ্ঠস্বর গুনতে পায় ঈশ্বরই একমাত্র যিনি তোমার অন্তরের কথ শুনতে পান sl3 Eqofla] কিস্তু কণ্ঠস্বর গুনতে পায় ঈশ্বরই একমাত্র যিনি তোমার অন্তরের কথ শুনতে পান - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_482411_352d6287_1766888474832_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=832_sc.jpg)