Failed to fetch language order
শৈশব চেতনা
9 Posts • 1K views
ছোট্ট একটা টিনের টুকরো, হাতে নিলেই যেন জীবন্ত হয়ে উঠত🥰 হাতের মুঠোয় নিয়ে বুড়ো আঙুল দিয়ে সামান্য চাপ দিলেই - টিক টক… টিক টক…শব্দ করে উঠতো💗 সেই শব্দটা আমাদের ৯০-এর দশকের শৈশবের মধুর স্মৃতিগুলোকে আজও কাঁপিয়ে তোলে🤩 সেই সময় না ছিল মোবাইল, না ছিল কম্পিউটারের রমরমা, এই টিনের খেলনাটাই ছিল আমাদের এক দুপুরের হাসিখুশি সময়ের সঙ্গী☺️ তোমরা কি চিনতে পারছো জিনিসটাকে 😃😃 ER✍️ #শৈশব কাল #শৈশব 😥# #শৈশব চেতনা #আমার শৈশব #শৈশব এর স্মৃতি😘😘😘
16 likes
8 shares
শৈশব মানে ছিলো মাটির গন্ধ, বৃষ্টির পানি আর ভেজা মন—পাতার তৈরি খেলনা,যেখানে দুঃখ শব্দটাই ছিল অচেনা। সেই দিনগুলোতে খেলনার ভাঙা মন কাঁদত, এখন ভাঙা হৃদয়েও মুখে হাসি রাখি। যে শৈশব একদিন তাড়াতাড়ি বড় হতে চাইত, আজ সেই বড় মানুষটা আবার ছোট হতে চায়।” বাস্তবতার আমাদের চারিদিক থেকে এত আষ্টেপৃষ্টে ধরেছে, ইচ্ছা করছে ইশ যদি এক বার সেই হারিয়ে যাওয়া শৈশবে ফিরে যেতে পারতাম। আমার মন বলে শৈশবে ফিরে যাওয়ার জন্য চটপট করতে থাকা মানুষের সংখ্যা মনে হয় সবচেয়ে এই জগতে বেশি। #হৃদয়ের কথা 😁😁😂 #শৈশব #শৈশব 😥# #শৈশব চেতনা
11 likes
14 shares