শৈশব চেতনা
8 Posts • 1K views
শৈশব মানে ছিলো মাটির গন্ধ, বৃষ্টির পানি আর ভেজা মন—পাতার তৈরি খেলনা,যেখানে দুঃখ শব্দটাই ছিল অচেনা। সেই দিনগুলোতে খেলনার ভাঙা মন কাঁদত, এখন ভাঙা হৃদয়েও মুখে হাসি রাখি। যে শৈশব একদিন তাড়াতাড়ি বড় হতে চাইত, আজ সেই বড় মানুষটা আবার ছোট হতে চায়।” বাস্তবতার আমাদের চারিদিক থেকে এত আষ্টেপৃষ্টে ধরেছে, ইচ্ছা করছে ইশ যদি এক বার সেই হারিয়ে যাওয়া শৈশবে ফিরে যেতে পারতাম। আমার মন বলে শৈশবে ফিরে যাওয়ার জন্য চটপট করতে থাকা মানুষের সংখ্যা মনে হয় সবচেয়ে এই জগতে বেশি। #হৃদয়ের কথা 😁😁😂 #শৈশব #শৈশব 😥# #শৈশব চেতনা
11 likes
14 shares
জীবনের সবচেয়ে রঙিন দিনগুলো ছিলো স্কুল ড্রেসের ভেতর লুকিয়ে। যেখানে চিন্তা ছিল না, দুঃখ ছিল না—সেই জায়গাটার নাম ছিল শৈশব। #আমার শৈশব #শৈশব চেতনা #শৈশব 😥# #হৃদয়ের কথা 😁😁😂 #শৈশব
11 likes
14 shares