রাত
31 Posts • 25K views
H M SHABNAM HAPPY
1K views
রাত নেমে আসে নিঃশব্দ পায়ে, নীল আকাশে তারা জ্বলে ঝিকিমিকি গায়ে। চাঁদের হাসি মিষ্টি আলোয় ভাসে, পৃথিবী স্বপ্নে ডুবে যায়, নরম আকাশে। বাতাসে ফিসফাস, গাছের পাতার সুর, রাতের কোলে মিলে যায় দিনের সব দূর। জোনাকির আলোয় পথ চলে অজানায়, মনের গভীরে খুঁজে পায় শান্তির ঠিকানায়। রাতের বুকে লুকানো কত গল্পের ভাঁজ, স্বপ্নের রঙে রাঙায় মনের ক্যানভাস। ও নিশি, তুমি এসো, গোপন কথা বলো, তারার আলোয় আমার মনটা একটু দোলো। #রাত #📸ফোটোগ্রাফি টিপ্স ও ট্রিক্স✨ #🥰লাভ goals❤ #🎵বাংলা রোম্যান্টিক গান❤ #🎵বাংলা গানের ডাবস্ম্যাশ 💕😍
10 likes
13 shares