#🙏 প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি 🙏 দীপাবলির আনন্দ ম্লান করে চলে গেলেন বর্ষিয়ান কৌতুকাভিনেতা আসরানি। দীর্ঘ রোগভোগের পর আজ না ফেরার দেশে চলে গেলেন "আংরেজোঁ কে জামানে কে জেলর...!" বয়স হয়েছিল ৮৪ বছর
ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর যাত্রা কোনও সিনেমার গল্পের চেয়ে কম নয়!
দেশভাগের পর জয়পুরে এক সিন্ধি পরিবার এসেছিল।
সেই পরিবারে জন্মগ্রহণকারী আসরানি তাঁর শৈশবকাল অতিবাহিত করেছিলেন সরলভাবে। বাবা কার্পেট বিক্রি করতেন, আর আসরানি.. স্বপ্ন দেখতেন।
দিনে পড়াশোনা, রাতে অল ইন্ডিয়া রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে চাকরি, যাতে পড়াশোনা চলতে পারে। কিন্তু তাঁর মন সবসময় অভিনয়ে আটকে ছিল।
পাঁচ দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩৫০টি ছবিতে অভিনয় করেছেন। 'শোলে' ছবিতে জেলারের ভূমিকায় অভিনয় করার পর তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন। অভিনয় ছাড়াও তিনি তাঁর ক্যারিয়ারে প্রায় ছয়টি ছবি পরিচালনা করেছেন। যার মধ্যে নায়ক হিসেবে তাঁর অভিনীত 'চলে মুরারি হিরো বননে'।
আসরানীজি প্রতিটি চরিত্রে প্রাণবন্ততা এনেছিলেন।
আমাদের হাসাতেন, কাঁদাতেন এবং আমাদের পুরোপুরি বিনোদন দিতেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও, আসরানি ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন।
এমন একজন শিল্পীকে অন্তর থেকে কুর্নিশ, যিনি কখনও থামতে শেখেননি এবং আমাদের এমন স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন যা সর্বদা আমাদের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবে। তাঁর ব্লকবাস্টার চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে শোলে, অভিমান, চুপকে চুপকে, ছোটি সি বাত এবং ভুল ভুলাইয়া।
ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। হরি ওঁম শান্তি 🙏💐