😍বৃষ্টির কবিতা⛈️
630 Posts • 647K views
liton Namasudra
521 views 12 days ago
​🌧️ ভেজা রাস্তার কাব্য ​আকাশটা আজ সকাল থেকেই মুখ ভার করে ছিল, যেন এক রাশ পুরোনো দিনের অভিমান নিয়ে বসে আছে। ঝিরঝিরে বৃষ্টিতে শহরের ব্যস্ত রাস্তাটা ধোঁয়াশা আর ভিজে জবজবে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টাটা (TATA) লরিটার বিশাল দেহটাকে আরও বিবর্ণ দেখাচ্ছে। ​ঠিক সেই সময়, ভেজা রাস্তা চিরে এগিয়ে চলল একটি উজ্জ্বল নীল রঙের অটো-রিকশা। বৃষ্টির ধূসরতার মধ্যে ওর নীল রঙটা যেন এক টুকরো আশার মতো। পিছনের ক্যানভাসে জল-রঙের মতো লেখা রয়েছে কয়েকটি লাইন, যা ভিজে হাওয়ায় যেন আরও বেশি করে কানে বাজছে: ​চরক-ডুব ​তবে এ মন দিয়ে রইয়া যায় ​চালককে দেখা যাচ্ছিল না, কিন্তু এই কথাগুলো যেন স্বয়ং তার হৃদয়ের কথা। কে জানে, এই 'চরক-ডুব' বা গভীর যন্ত্রণা কিসের? হয়তো কোনো প্রিয়জনের অপেক্ষা, হয়তো বা জীবনের কোনো কঠিন মোড়। বৃষ্টির ছোঁয়ায় সেই শব্দগুলোয় এক অদ্ভুত বিষণ্ণতা আর মাধুর্য মিশে গিয়েছিল। ​অটোটা ধীরে ধীরে বয়ে নিয়ে যাচ্ছিল শুধু যাত্রী নয়, এক অজানা মানুষের 'মন দিয়ে রইয়া যাওয়া'-র গল্প। নারকেল গাছের সারি আর পুরোনো ট্রেলারগুলোর পটভূমিতে, এই নীল বাহনটি যেন এক চলমান কবিতা হয়ে ভিজে রাস্তায় তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। #😍বৃষ্টির কবিতা⛈️ #🏞প্রাকৃতিক ফোটোগ্রাফি📷 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #😍আমার পছন্দের স্টেটাস😍 #📢শেয়ারচ্যাট স্পেশাল
13 likes
15 shares