✨জয় গীতা🙏
280 Posts • 215K views
Dhoni
478 views 18 hours ago
#জয় শ্রী কৃষ্ণ #💓জয় গীতা 🙏❤🕉 #✨জয় গীতা🙏 #শ্রীমত ভাগবত গীতা 🙏 #শ্রীমৎ ভাগবত গীতা 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 #জয়_শ্রী_কৃষ্ণ_challenge #জয়_গীতা_challenge *─⊱✼ #গীতা_জয়ন্তী ✼⊰─* আজ বৃহস্পতিবার ০২ মাঘ ১৪৩২ 16/01/2026 *•••••••••┈┉━❀❈🙏🏼⚛️🙏🏼❈❀━┉┈•••••••••* #শ্রীমদ্ভগবদগীতা #জয়_শ্রী_কৃষ্ণ #জয়_গীতা 🌸 প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের ১০টি অলৌকিক মাহাত্ম্য 🌸 শ্রীমদ্ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়,এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান এবং সঠিক পথপ্রদর্শক ।। প্রতিদিন গীতা পাঠ করলে আমাদের জীবনে যে ইতিবাচক পরিবর্তনগুলো আসে, তা নিচে তুলে ধরা হলো : - ১. মন ও আত্মার শান্তি : - নিয়মিত গীতা পাঠ করলে মনের অস্থিরতা দূর হয় এবং গভীর মানসিক শান্তি অনুভূত হয় ।। ২. সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা : - অর্জুনের মতো আমাদের জীবনের বিভ্রান্তি দূর করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে গীতার জ্ঞান ।। ৩. মানসিক শক্তি বৃদ্ধি: প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য না হারিয়ে লড়াই করার মানসিক শক্তি জোগায় শ্রীকৃষ্ণের বাণী ।। ৪. পাপ থেকে মুক্তি : - নিষ্ঠার সাথে গীতা পাঠ করলে মানুষের সঞ্চিত পাপক্ষয় হয় এবং অন্তরাত্মা পবিত্র হয় ।। ৫. ভয় ও দুশ্চিন্তা দূর : - মৃত্যুভয় বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে মানুষকে নির্ভয় করে তোলে ।। ৬. কর্মফলের জ্ঞান : - "ফলে আশা না করে কর্ম করা"—এই শিক্ষা আমাদের অহেতুক প্রত্যাশা ও দুঃখ থেকে দূরে রাখে ।। ৭. একগ্রতা ও মনোযোগ বৃদ্ধি : - নিয়মিত পাঠের ফলে স্মৃতিশক্তি এবং যেকোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় ।। ৮. অহংকার নাশ : - গীতার জ্ঞান মানুষের ভেতরের 'আমি' বা অহংকার দূর করে বিনয়ী হতে শেখায় ।। ৯. ঈশ্বর সান্নিধ্য : - প্রতিদিন গীতাপাঠের মাধ্যমে ভগবানের সাথে এক গভীর আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয় ।। ১০. মোক্ষ বা মুক্তি লাভ : - পরমাত্মার জ্ঞান লাভের মাধ্যমে মানুষ জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি ও পরম গতি লাভ করতে পারে ।। 11. "যেখানে গীতা পাঠ হয়, সেখানে আমি (শ্রীকৃষ্ণ) সর্বদাই অবস্থান করি ।।" আসুন, আমরা প্রতিদিন অন্তত অল্প সময়ের জন্য হলেও গীতা পাঠ করি এবং জীবনকে সুন্দর ও সার্থক করে তুলি ।।
15 likes
13 shares
Dhoni
556 views 9 days ago
#শ্রীমৎ ভাগবত গীতা #শ্রীমত ভাগবত গীতা 🙏 #জয় শ্রী কৃষ্ণ #💓জয় গীতা 🙏❤🕉 #✨জয় গীতা🙏 “মানুষের জীবনের প্রকৃত সাফল্য ধন, ক্ষমতা বা খ্যাতিতে নয় : - #ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভক্তিতেই নিহিত । যে ব্যক্তি সকল জীবের মধ্যে ভগবানকে দর্শন করে, সে কাউকে ঘৃণা করে না, কারও প্রতি হিংসা পোষণ করে না । ভক্তির মাধ্যমে হৃদয় শুদ্ধ হয়, অহংকার লয় পায়, এবং জীব আত্মিক শান্তি লাভ করে ।” শ্রীমদ্ভাগবত আমাদের শেখায় : - এই অস্থায়ী জগতে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী, কেবল হরিনাম ও ভগবানের সেবাই চিরস্থায়ী । অতএব প্রতিদিন কিছু সময় ভগবানের স্মরণে কাটানোই মানবজীবনের শ্রেষ্ঠ ধর্ম । ✨ হরিনামই সত্য, ভক্তিই শক্তি, প্রেমই মুক্তির পথ । ✨
17 likes
11 shares