barasat
22 Posts • 14K views
AD Sir Official
605 views 1 months ago
অনুর্সা ট্রাস্ট -এর পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজ বারাসাত স্টেশনে কিছু মানুষের জন্য (যাদের প্রয়োজন) যৎসামান্য কিছু টিফিনের ব্যবস্থা করেছিলাম। তারাও প্রাণভরে আশীর্বাদ দিলেন, গল্প করলেন। যদি কারো সামান্য উপকারেও আমরা আসতে পারি, মনটা খুশী হয়ে যায়। মাত্র ১মাস আগে থেকে আষ্কা’র ইউনিট হিসেবে শুরু হয়েছে আমাদের অনুর্সা ট্রাস্টের পথ চলা। ডঃ অরুণাংশু দাস, মাননীয়া বর্ষা নাথ ও মাননীয়া বিথিকা দাসের উদ্যোগে, মাননীয়া দেবস্মিতা ঘোষের শুভকামনায় আজ আমাদের প্রথম কাজ সম্পন্ন হলো। কাউকে ছোটো করার উদ্দেশ্যে আমরা ছবি তুলিনি। তুলেছি এই কারণে, যদি এনাদের বা এনাদের মতো কাউকে কোথাও দেখতে পান, আপনাদের সাধ্যমত কিছু সহযোগিতা করবেন। কারণ সত্যিই এনাদের জন্য সহযোগিতা প্রয়োজন। আমাদের সাথে ছবি তুলে ওনারাও আনন্দ প্রকাশ করেছেন। আমাদের স্বপ্ন আছে বহুদূর। শুভকামনা সহ পাশে থাকবেন সকলে। যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে বা যেকোনো রকম সহযোগিতার জন্য ইচ্ছা প্রকাশ করেন, যোগাযোগ করতে পারেন। #social #work #barasat #motivation #sharechat
13 likes
14 shares