🙏🏻শুভ ছট পূজা🙏🏻
9 Posts • 329K views
MITA
618 views 2 months ago
#🙏🏻শুভ ছট পূজা🙏🏻 #শুভ ছট পূজা 🌄🙏 সূর্যদেব ও তাঁর বোন ছট মাইয়া—এই দুই দেবতার আরাধনায় পালিত হয় ছট পূজা। এটি শুধু একটি পুজো নয়, এটি শুদ্ধতা, আত্মসংযম ও ভক্তির এক মহোৎসব 🌿 কথিত আছে, ছট মাইয়া সূর্যদেবের বোন, যিনি মানবজাতির মঙ্গল কামনায় পৃথিবীতে এসেছিলেন। তিনি সন্তান ও পরিবারের রক্ষা করেন, আর যে নিষ্ঠাভরে তাঁর আরাধনা করে, তার জীবনে আসে শান্তি, সমৃদ্ধি ও আশীর্বাদ। মহাভারতের কাহিনী অনুযায়ী, দ্রৌপদী সূর্যদেব ও ছট মাইয়ার পূজা করেছিলেন পাণ্ডবদের মুক্তির আশায়। আরেক কাহিনীতে রাজা প্রিয়ব্রত ও রানী মলিনী ছট দেবীর আরাধনায় সন্তান লাভ করেন। তাই আজও মানুষ এই পুজো করেন সন্তান ও সংসারের মঙ্গলের জন্য ❤️ চার দিনের এই পবিত্র উৎসবে ভক্তরা সূর্যোদয় ও সূর্যাস্তে জলে দাঁড়িয়ে দেন অর্ঘ্য, আর বলেন — > “ছট মাইয়া, আমাদের ঘরে শান্তি আর সুখ বজায় রাখো।” 🌾
15 likes
15 shares