জয় গোপাল জয় গোবিন্দ
121 Posts • 22K views
Dhoni
742 views 17 days ago
#জয় গোপাল #🙏🌺❤️ জয় গোপাল 🙏🌺❤️ #জয় গোপাল জয় গোবিন্দ #জয় শ্রী কৃষ্ণ #🙏🙏🙏জয় শ্রী কৃষ্ণ🙏🙏🙏 ভগবান শ্রীকৃষ্ণ তো কালেরও কাল । অবশ্যই পড়বেন ভক্তবৃন্দরা যখন সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব পালন করছেন , তখন দেবাদিদেব শিব , ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রুপ দর্শনের জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং গকুলে পদার্পন করলেন । ভাদ্র শুক্ল দ্বাদশীর দিন তিনি গকুলে এলেন । এক দাসী এসে শিব ঠাকুরকে বললেন , এইগুলি গ্রহন করুন এবং আমাদের কানাইকে আশীর্বাদ করুন । মা যশোদা এই ভিক্ষা আপনার জন্য পাঠিয়েছেন । তখন শিব ঠাকুর বললেন , " আমার ভিক্ষা লাগবেনা , আমি শ্রী কানাইকে একটু দর্শন করতে চাই । " যশোদা মা ঘরের জানালা দিয়ে শিব ঠাকুরকে দেখে বললেন , " হে সাধু বাবা আপনার গলায় সাপ আছে যেটা দেখে আমার কানাই ভয় পাবে , তাই আমি আপনাকে দেখাতে পারবোনা । " শিব ঠাকুর বললেন , " কি যে বলেন মাতা , আপনার কানাই তো কালেরও কাল , ব্রহ্মের ও ব্রহ্ম , সে কাউকেই ভয় পায় না । " এবার যশোদা মা বিরক্ত হয়ে গেলেন এবং বললেন ," দেখেন যোগী বাবা আপনি জিদ ছেড়ে দিন এবং চলে যান । " আর এইদিকে কানাইতো বুঝে গেছেন যে স্বয়ং দেবাদিদেব এসেছেন উনাকে দর্শন করতে , তাই কানাই জোড়ে কান্না শুরু করলেন । শিব ঠাকুর বলছেন ,"ওকে আমার কাছে দিয়ে আসুন , মন্ত্র বলে দেব , দেখবেন কান্না বন্ধ হয়ে যাবে ।" যশোদা মা সংগে সংগে দরজা দিয়ে বেরিয়ে শিব ঠাকুরের কাছে কানাইকে নিয়ে আসলেন । শিব ঠাকুর বলছেন , " ঐ বাচ্চার ভবিষ্যতের কথা জানতে চান তো আমার কোলে ওকে দিন ?" মা যশোদা অনেক ভাবনা চিন্তা করে কানাইকে শিব ঠাকুরের কোলে তোলে দিলেন । শিব ঠাকুর কানাইকে দেখে প্রনাম করলেন , কানাইও প্রনাম জানালেন । কানাইকে কোলে নিয়ে শিব ঠাকুর সমাধিস্থ হলেন । যখন হরি আর হর এক হয়ে যায় তখন কে কি বলবেন । ।।। জয় শ্রীকৃষ্ণ ।।। জয় দেবাদিদেব শিব শংকর ।।।
13 likes
16 shares