🇮🇳গর্বিত ভারতীয় ২০২৫🇮🇳
1K Posts • 415K views
Chaitaly Debnath
833 views 1 months ago
কবিতা - আমরা কি সত্যিই স্বাধীন ? কলমে - চৈতালী দেবনাথ। 🌿 আমরা কি সত্যিই স্বাধীন? আমরা কি সত্যিই স্বাধীন? নাকি কেবল পতাকার ছায়ায় বন্দি? স্বপ্নের মতো উড়ি, কিন্তু ডানা কি সত্যিই আছে? নিয়মের গায়ে লেখা স্বাধীনতার পাঠ্যবই, কিন্তু হৃদয়ের ভাষা কে শুনেছে? রাস্তায় হাঁটি, মুখে হাসি, ভেতরে জমে থাকা হাজারো অনাস্বস্তি। ভোট দিই, মত দিই, তবু কি সত্যিই শুনতে পায় কেউ? চেতনার শিকড় কি আজও মাটিতে? নাকি কেবল স্মৃতির পাতায় স্বাধীনতা? যেখানে প্রশ্ন করাও বিপদ, সেখানে উত্তর খোঁজা কি স্বাধীনতা? আমরা স্বাধীন, যদি ভাবতে পারি মুক্তভাবে, আমরা স্বাধীন, যদি ভালোবাসা হয় নির্ভয়ে। আমরা স্বাধীন, যদি সত্য বলা যায় নির্দ্বিধায়— তবেই তো স্বাধীনতা সত্যি হয়। --- #📝আমার লেখা কবিতা✍ #📜বঙ্গ সাহিত্য📜 #🌟All About স্পটলাইট🌟 #🇮🇳স্বাধীনতা দিবস স্ট্যাটাস ২০২৫🫡 #🇮🇳গর্বিত ভারতীয় ২০২৫🇮🇳
18 likes
14 shares