PRATHAM ALOR BARTA
289 views • 2 hours ago
শেষ হলো সিপিএমের 'বাংলা বাঁচাও' অভিযান
গত ২৯ নভেম্বর কোচবিহার তুফানগঞ্জ থেকে শুরু হয়েছিল এই অভিযান। শেষ হলো বুধবার বেলঘরিয়া দেওয়ান পাড়ার মাঠে। যদিও জনসংযোগের এই পদযাত্রা কর্মসূচি আগামী বছর বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্যের গেরো কাটাতে পারবে কি না, তা নিয়ে সংশয় থেকেই গেল পার্টির অন্দরে। তবে সিপিএমের প্লাস পয়েন্ট হলো, তারা অসৎ নয়, সম্প্রদায়িক নয়। এখন বাংলার মানুষ ঠিক করবে তারা কি করবে।
এদিন সন্ধ্যায় সমাপ্তি সমাবেশ। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত, সুজন চক্রবর্তী, রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যরা। সেখানেই বক্তব্যে সেলিম সরব হন ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক থেকে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে আক্রান্ত হওয়ার ঘটনায়। আর জি কর কাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও আঙুল তোলেন তিনি। বলেন, “আগামী দিনের লড়াই তীব্র করার জন্য, মানুষের কথা জানার জন্য আমরা এই যাত্রার মাধ্যমে চেষ্টা করেছি। যে বাংলাকে তিল তিল করে গড়ে তুলেছিল বামপন্থীরা সেই রাজ্যকে বাঁচাতে হবে। আমাদের যাত্রা এখানে শেষ নয়, নতুন করে লড়াই শুরু।"
# #prathamalorbarta #প্রথমআলোরবার্তা
7 likes
6 shares