# সাহিত্য
128 Posts • 26K views
SUVANKAR PAL
635 views 1 months ago
#📲আমার প্রথম পোস্ট✨ ## সাহিত্য #বঙ্গের সাহিত্য অফিসের ক্যান্টিনে বসে চাউমিন আর বাটার চিকেন খাওয়ার সময় মোবাইল স্ক্রিনে মা নম্বরটা দেখে পরাগ মাথাটা গরম হয়ে গেল তাদের অফিসে প্রতিদিন ব্যুফে থাকে এমপ্লয়িজদের জন্য আজ তার ফেভারিট মেনু টা ডেজার্টে দেখেছেন ব্রাউনি আছে তার মধ্যে..... অ শান্তি বিষয় টা ভালো লাগে না মোটে কেকা নিশ্চয় কিছু একটা গন্ড গোল করেছেন ঝামেলাটা এড়াবে বলে অ্যাম্বিশাস তন্বী কে ছেড়ে বাড়ি পছন্দমতো গৃহকর্ম নিপুনা সুন্দরী কেকা কে বিয়ে করেছিল ভেবেছিল কর্মজীবনে স্ট্রেস থাক লে ও বাড়িতে গৃহ শান্তির পরিবেশ বজায় থাকবে। কিন্তু অষ্টমঙ্গল পর মাত্র এক মাস কেটেছে তাতে শা শুড়ির সঙ্গে বৌমার সম্পর্কের তাল কেটে গেছে। বিরক্ত মুখে ফোনটা ধরল আর পরাগ হেঁটে চলে গেল ক্যান্টি নের শেষ প্রান্তের কোনের দিকে একটা টেবিল বেছে নিল কলিগদের সামনে কোনভাবে সে বিবাহিত জীবনে স্যান্ডুইচ হওয়াটা দেখাতে চায় না। অতি সাধারন গ্ৰ্যাজুয়েট মেয়ে হলেন কেকা নামী এম এন সি তে উঁচু পোস্টে চাকুরিরত বর পেয়েছে। সাজানো গোছানো ঘর পেয়েছে পেয়েছে এক স্বচ্ছল পরিবার তার তো হাসিমুখে সংসার সবকিছু মানিয়ে নেওয়া উচিত তা না করে কিভাবে অফিস আর বাড়ি পরিস্থিতি সামলাবে কিছু বুঝে উঠতে পারছে না। পরাগ মা যে কেন তার জন্য এই মেয়ে টা কে পছন্দ করল? না বাড়ি সামলানো যোগ্যতা আছে না বাইরে কাজ করে রোজগার করার ক্ষমতা! এই ঝা মেলা সারাজীবন বয়ে চলতে হবে ভেবে বির ক্ত লাগে তার এখন ফোনটা ধরতে। ও প্রান্ত থেকে প্র জ্ঞা দেবী গম্ভীর মুখে বলে উঠলেন বাড়ি ফিরে বউমাকে ভালো করে বুঝিয়ে দিবি এইটা ওর বাপের বাড়ি নয় এখানে যা ইচ্ছে তাই.... করলে চলবে না। সংসার সামলানোর জন্যই ওকে নিয়ে আসা হয়েছে। সেটা মনে রেখে যত্ন করে সামলায় যেন...ঠিক আছে ক্লান্ত গলায় বলে ওঠে পরাগ।
12 likes
11 shares