সুভো কার্তিক পূজা
41 Posts • 5K views
Dhoni
475 views 10 hours ago
#শ্রী শ্রী কার্তিক পূজা 👃 #🥰 শুভ কার্তিক পূজা 🥰🙏 #চূঁচূঁড়া ধেরে কার্তিক পূজা ২০২২ - ২০৩০ #সুভো কার্তিক পূজা #কার্তিকের_জন্ম_কিভাবে_হয়েছিল ? পুরাণ মতে, তারকাসুর বধের জন্যই জন্ম হয়েছিল কার্তিকের । তারকাসুরের অত্যাচার থেকে রক্ষা পেতে দেবতারা দ্বারস্থ হয়েছিলেন দেবাদিদেবের । প্রার্থনা ছিল একটি পুত্র সন্তান যেন দেবতাদের উপহার দেন শিব । এরপরে শিব গিয়েছিলেন তাঁর স্ত্রী দেবী পার্বতীর কাছে । কথিত আছে মিলনকালে মহাদেবের তেজ(বীর্য)পৃথিবীতে এসে পড়ে । পৃথিবী ঐ তেজ ধারণ করতে না পেরে নিক্ষেপ করে অগ্নিতে । অগ্নিদেব ঐ অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে তা গঙ্গায় নিক্ষেপ করে । সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও শরবনে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয় । জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজ্বালার স্তন্য পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন । জয় বাবা কার্তিক ঠাকুর 🌼🌷🌿👣🙏
15 likes
12 shares