Failed to fetch language order
🕊️আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৫☮️
4 Posts • 664 views
#🕊️আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৫☮️ #🌎 বিশ্ব পর্যটন দিবস🌎 #🎪সপ্তমীর প্যান্ডেল হপিং ২০২৫🎠 #🎪সপ্তমীর প্যান্ডেল হপিং ২০২৫🎠 #👨‍🎓ক্যারিয়ার টিপস👩‍💻 #🌎জ্ঞানের ভূবন👨‍🎓 ●সিলেটি ভাষার ১০০ টি প্রবাদ । 60/ খেত অনে বিক্ক লাভ। 61/ অইল কামর ঔষধ নাই। 62/ চিন ভাওগনর লগুন লাগে না। 63/ হস্তাত পস্তানি দরও খেট খেটানি। 64/ বেল পাকিলে কাওয়ার আশা থাকে। 65/ জেগে জেতা করে তার লগে অতা তাখে। 66/ তেতই বেখা ফুলও আর বেটিন বেখা মুলও। 67/ জিবরার লালচে মেয়ুকরি মরে। 68/ হক্ব মাত ভাত নাই। 69/ চুর গিয়া হারলে বুদ্ধি বারয়। 70/ রাইতকুর বুদ্ধি হিয়ালে খায়। 71/ রয়ুন রুয়া রুয়া পুটকি এখানো। 72/ কম পানির মাছ বেশ পানিত পড়লে ফালায় বেশি। 73/ যে পুঁতে রণ করে তার আটুত চিন পাবা যায়। 74/ হাই মরছে হাঞ্জাবালা কান্দিয়া উঠে পতাবালা। 75/ নাই মামু অনে কানা মামু ভালা। 76/ বিনা বাতাসে গাছর পাতা লড়ে না। 77/ ডঙ্গে রঙ্গ অয়। 78/ পানিত ছেদ মারলে হাঁটুত পড়ে। 79/ পরের পুতে নাও বায় তেল তেলাইয়া চলে। 80/ হাজার ছেদে নাও এক ছেদে চেলি। 81/ ফল পাকলে অয় মিটা মানুষ পাকলে অয় তিতা। 82/ পরের লাগি যে গাত খুঁড়ে নিজোর গাতো পড়ি মরে। 83/ গরু চেনা যায় দাঁতে মানুষ চেনা যায় মাতে। 84/ পেটে নাই ভাত জাতের কপালে মার লাথ। 85/ উচিত মাতে গুচিত ধরে। 86/ না হাইর কূল না ভাইর কূল। 87/ সরকারো খানি মছিদো ঘুমানি। 88/ চেনাইতে ছাগি না ধরলে দৌড়াইয়াও ধরা যায় না। 89/ কলা আইলো গলার তল বাকল গেল উগার তল। 90/ কান টানলে মাথা আয়। 91/ বানদির কপালো মনদির ফুটা। 92/ বাফে না পুঁতে চুজ্ঞা ভরি মুতে। 93/ হাজিয়া নাইয়র খুঁজিয়া ভাত। 94/ আগর আল যেবায় যায় খরর আলয়ো অবায় যায়। 95/ ফরর কাম ফরে করে জুয়াল দিয়া বরণ গালে। 96/ মাতেনা ডেখায় মাথা মারে আর ওউ ডেখায় মানুষ মারে । 97/ তোমার নাই হুশ আমার কি দোষ। 98/ বাফ ভালা বেটা ভালা। 99/ জানেনা বিসমিল্লার গুড়ি বিয়া করত চায় মুল্লার ফুড়ি। 100/ ব্যবহারে বংশর পরিচয়।
12 likes
18 shares
#🇮🇳স্বচ্ছ সুন্দর ভারত ২০২৫🧹 #👴গান্ধী জয়ন্তী Coming soon ২০২৫🙏 #👴গান্ধী জয়ন্তী Coming soon ২০২৫🙏 #🍾ড্রাই ডে মিমস ২০২৫🍻 #🍾ড্রাই ডে মিমস ২০২৫🍻 #😍গান্ধীগিরি ২০২৫🙏 শুভ সকাল 🩵 বন্ধু রা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন করার সময়, তাঁর গভীর শিক্ষাগুলি প্রতিফলিত করা মূল্যবান যা মানবতার উপর এক অমোচনীয় ছাপ রেখে গেছে। গান্ধীর অহিংসা (অহিংসা) এবং সত্যাগ্রহ (অহিংস প্রতিরোধ) দর্শন বিশ্বজুড়ে অসংখ্য ব্যক্তিকে অনুপ্রাণিত করেছে। মহাত্মা গান্ধী একজন জ্ঞানী এবং প্রভাবশালী নেতা ছিলেন যিনি আমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক উক্তি রেখে গেছেন। শেয়ারচ্যাট গ্লোডেন ব্যাজ আমার আইডি আরও বিস্তারিত জানতে ফলো করুন! ধন্যবাদ 💖🥀✔️✔️ #🕊️আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৫☮️
5 likes
3 shares
#📜গান্ধীর জীবন দর্শনের কোটস ২০২৫✍️ #📜গান্ধীর জীবন দর্শনের কোটস ২০২৫✍️ #🕊️আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৫☮️ #🕊️আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৫☮️ #😍গান্ধীগিরি ২০২৫🙏 #😍গান্ধীগিরি ২০২৫🙏 #💮মহাত্মা গান্ধীর জার্নি ২০২৫👴 #💮মহাত্মা গান্ধীর জার্নি ২০২৫👴 #👴গান্ধী জয়ন্তী Coming soon ২০২৫🙏 অর্থবহ গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা! সত্য ও করুণার সাথে বেঁচে থাকার অনুপ্রেরণায় পরিপূর্ণ গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা। এই গান্ধী জয়ন্তীতে, আসুন আমরা আমাদের সকল 😊 উনার সদ্ধ্য করি উনার আত্মা শান্তি আশা করি!