PRATHAM ALOR BARTA
552 views
2 days ago
হিরনের দ্বিতীয় বিয়ে কি বৈধ - উঠছে নানা প্রশ্ন বুধবার বরানসির গঙ্গাপারে বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় দ্বিতীয় বিবাহ সেরে ফেলেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। আবার আমরা জানি ২৫ বছর আগে হিরন প্রথম বিয়ে করেন অনিন্দিতা চট্টোপাধ্যায়কে। এবার খেলা নতুন খাঁদে বইতে শুরু করেছে। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রকাশ্যে দাবি করেছেন, তিনি ও হিরণ আইনি ভাবে এখনও বিবাহিত এবং তাদের মধ্যে কোনও ডিভোর্স হয়নি। তিনি বলেন, “আমাদের মধ্যে কোন আলাদা হওয়া বা ডিভোর্স হয়নি, তাই এই দ্বিতীয় বিয়ে বৈধ নয়।” অনিন্দিতার অভিযোগ, দীর্ঘদিন তিনি মানসিক ও ঘরোয়া সমস্যার সম্মুখীন হলেও পরিবার ও মেয়ে-নিরাপত্তার কারণে চুপ ছিলেন। খবরে প্রকাশ বুধবার রাতে তিনি থানায় গিয়েছিলেন। অনিন্দিতা আরও অভিযোগ করেন, তাঁর ১৯-বছর বয়সী মেয়ে এই অবস্থার কারণে শারীরিক ও মানসিক চাপের সম্মুখীন, এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেছেন, এই ঘটনায় তিনি আইনগত পথে যেতে পিছপা হবেন না এবং সব প্রমাণসহ থানায় অভিযোগ দিয়েছেন।বুধবার সন্ধ্যায় অনিন্দিতা তাঁর মেয়ে নিয়াসাকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় হাজির হয়ে হিরণ ও ঋতিকা-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে FIR রেজিস্টার করা হতে পারে। এই অভিযোগে মূল বিষয় আইনি বিবাহ অবস্থা, ডিভোর্সের প্রমাণ এবং দ্বিতীয় বিয়ের বৈধতা-সম্পর্কিত তথ্য থাকবে। এখন দেখার একজন বিধায়ক হিসাবে হিরণ কিভাবে সামলায় এই আইনি আক্রমন!! #prathamalorbarta #প্রথমআলোরবার্তা #prathamalorbarta