অনুসরণ করুন
amit
@4656124733
7
পোস্ট
6
ফলোয়ার্স
amit
472 জন দেখলো
19 ঘন্টা আগে
(Om Krishnaya Vasudevaya Haraye Paramatmane, Pranatah Kleshanashaya Govindaya Namo Namah) #🙂ভক্তি😊
amit
428 জন দেখলো
3 দিন আগে
শুভ জন্মদিন অমিত দন্ডপাট মা যখন প্রেমিকের হাতধরে চলে গেলো তখন আমি সিক্সটিন দোরগড়ায় দীপাবলীর অমাবস্যা অনেক কাছ থেকেই অনুভব করলাম তারপরে ঘরে আর কনোদিন প্রদীপ জ্বলেনি কত অমাবস্যা কেটে গেছে চাঁদ দেখা হয়নি আমার হঠাৎ একদিন বাবা হাতে পেকেট থামিয়ে ক্ষীন স্বরে বলে উঠলেন হ্যাপি বার্থডে বাবু খনিকের জন্য চোখের আলো হারালাম মনে পড়ে গেল সেই বস্তি বাড়ির কথা আমাদের সেই টালির ছাদে তখন জ্যোৎস্না খেলা করতো মা পেতে দিতেন আসন আমি বাবু হয়ে বসতাম সে চন্দনের টিপ কাটা হয়নি আর কোনদিন ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেনি কেউ বাবা এখন বৃদ্ধ আমাদের অভাব মিটেছে চিরতরে দু কামরার ঘর হয়েছে বড় বড় আজ সবাই এসেছে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জানায়নি শুভেচ্ছা মা ......... #😊সেরা কবিদের কবিতা✍️
amit
550 জন দেখলো
3 দিন আগে
।।। দুঃখ ।।। ।। কলমে ঃ অমিত দন্ডপাট ।। দুঃখ যদি বিক্রি হতো, এক বুক ভালোবাসা কিনতাম । শত চেষ্টা করেও আমি দুঃখ বিক্রি করতে #💑প্রেমের কবিতা✍️ পারেনি, হাটে বাটে মাঠে ঘাটে তন্ন তন্ন করে ঘুরেছি কেউ বলে না দুঃখ নেবে। বৃষ্টির মতো সবাই ভালোবাসা চায়, আমি চিৎকার করেছি স্টেসন ঢত্তরে ঢত্তরে রেলের বগিতে বগিতে । দাদা দুঃখ নেবে ? দুঃখ? আমি চিৎকার করেছি অন্ধকার ঘরের বাতায়নে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে। বোন দুঃখ নেবে? দুঃখ ? সবাই মুখ ফিরিয়ে এক বুক ভালবাসা কিনতে চায়, সকাল থেকে সন্ধ্যে হয়েছে কত রাতের পর রাত জেগেছি একা একা মাংষের গন্ধ বুকে নিয়ে। কেউ কথা রাখেনি! তুমিও না।।।। দুঃখ ।।। ।। কলমে ঃ অমিত দন্ডপাট ।। দুঃখ যদি বিক্রি হতো, এক বুক ভালোবাসা কিনতাম । শত চেষ্টা করেও আমি দুঃখ বিক্রি করতে পারেনি, হাটে বাটে মাঠে ঘাটে তন্ন তন্ন করে ঘুরেছি কেউ বলে না দুঃখ নেবে। বৃষ্টির মতো সবাই ভালোবাসা চায়, আমি চিৎকার করেছি স্টেসন ঢত্তরে ঢত্তরে রেলের বগিতে বগিতে । দাদা দুঃখ নেবে ? দুঃখ? আমি চিৎকার করেছি অন্ধকার ঘরের বাতায়নে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে। বোন দুঃখ নেবে? দুঃখ ? সবাই মুখ ফিরিয়ে এক বুক ভালবাসা কিনতে চায়, সকাল থেকে সন্ধ্যে হয়েছে কত রাতের পর রাত জেগেছি একা একা মাংষের গন্ধ বুকে নিয়ে। কেউ কথা রাখেনি! তুমিও না।।।। দুঃখ ।।। ।। কলমে ঃ অমিত দন্ডপাট ।। দুঃখ যদি বিক্রি হতো, এক বুক ভালোবাসা কিনতাম । শত চেষ্টা করেও আমি দুঃখ বিক্রি করতে পারেনি, হাটে বাটে মাঠে ঘাটে তন্ন তন্ন করে ঘুরেছি কেউ বলে না দুঃখ নেবে। বৃষ্টির মতো সবাই ভালোবাসা চায়, আমি চিৎকার করেছি স্টেসন ঢত্তরে ঢত্তরে রেলের বগিতে বগিতে । দাদা দুঃখ নেবে ? দুঃখ? আমি চিৎকার করেছি অন্ধকার ঘরের বাতায়নে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে। বোন দুঃখ নেবে? দুঃখ ? সবাই মুখ ফিরিয়ে এক বুক ভালবাসা কিনতে চায়, সকাল থেকে সন্ধ্যে হয়েছে কত রাতের পর রাত জেগেছি একা একা মাংষের গন্ধ বুকে নিয়ে। কেউ কথা রাখেনি! তুমিও না।
See other profiles for amazing content