সকলকে শুভ মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা। #👩বিজেপি - BJP🧑 #📢রাজনৈতিক আপডেট🙏
হীরকরানির আজব নিদান!
নিজের গদি টেকাতে কি স্কুলজীবন থেকেই খুদেদের মগজধোলাইয়ে লেগে পড়েছেন মাননীয়া? #📢রাজনৈতিক আপডেট🙏 #👩বিজেপি - BJP🧑
#📢রাজনৈতিক আপডেট🙏 #👩বিজেপি - BJP🧑
২৫শে সেপ্টেম্বর পণ্ডিত শ্রী দীনদয়াল উপাধ্যায় জীর ১০৯তম জন্ম বার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম।
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একজন পথপ্রদর্শক, ভারতীয় জনসংঘ, ভারতীয় জনতা পার্টির এই মহান নেতা তাঁর ‘অখণ্ড মানবতাবাদী’ আদর্শের জন্যে আজও স্মরণীয়। তাঁর প্রদর্শিত ‘সকলের জন্য শিক্ষা’, ‘হর হাত কো কাম’, ‘হর খেত কো পানি’ মতবাদ ভারতকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভরতার পথে চালিত করতে অনুপ্রাণিত করেছে। কেন্দ্রীয় সরকার ‘দীনদয়াল অন্ত্যোদয় যোজনা’র মাধ্যমে শহর ও গ্রামীণ ভারতকে স্বনির্ভর করে তাঁদের জীবনের মানোন্নয়নে ব্রতী হয়েছেন।
এবারে পুজোর একটাই থিম 'দুয়ারে দিঘা'! #👩বিজেপি - BJP🧑 #📢রাজনৈতিক আপডেট🙏
বঙ্গে নারী নিরাপত্তা যেন এক দুঃস্বপ্ন! #👩বিজেপি - BJP🧑 #📢রাজনৈতিক আপডেট🙏
৯৯% কাজ সম্পূর্ণ হয়ে যাবার দাবী করা মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর কলকাতা কি করে ভাসলো?
বঙ্গবাসী জানতে চায়... #📢রাজনৈতিক আপডেট🙏 #👩বিজেপি - BJP🧑
মমতা ব্যানার্জি বুক ফুলিয়ে দাবি করেন - তাঁর আমলে নাকি ৯৯ শতাংশ জল জমা বন্ধ হয়েছে! মাননীয়া, এমন মিথ্যা কথা বলতে লজ্জা করে না ? শহরবাসীর চোখের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরছে মানুষ, জমা জল ঠেলে রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স, কর্মব্যস্ত কলকাতা আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে।
সত্যিটা স্পষ্ট ,আপনার আমলে কলকাতা ডুবছে, প্রাণ ডুবছে, মানুষের স্বপ্ন, আশা, ভরসা সব ডুবছে। উন্নয়ন নয়, আপনার শাসনের প্রতীক এখন পচা জল আর লাশের গন্ধ। #📢রাজনৈতিক আপডেট🙏
#📢রাজনৈতিক আপডেট🙏 দেবীপক্ষের সূচনায় মুখ্যমন্ত্রীর নাকের ডগায় শুটআউট!
আমজনতা আতঙ্কে থাকলেও মুখ্যমন্ত্রী ব্যস্ত তোলাবাজির হিসেব মেলাতে।
জিএসটি হ্রাসের সুবিধা যদি বাজারে ভোক্তারা না পান, তবে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা করেছে মোদী সরকার। কারণ জনগণের স্বার্থই এই সরকারের প্রথম অগ্রাধিকার। জাতীয় ভোক্তা হেল্পলাইনের (https://consumerhelpline.gov.in) আইজিআরএএম পোর্টালে গিয়ে সহজেই অভিযোগ জানানো সম্ভব। এছাড়াও টোল-ফ্রি নম্বর 1915, এনসিএইচ অ্যাপ, ওয়েব পোর্টাল, হোয়াটসঅ্যাপ, এসএমএস, ইমেল কিংবা উমং অ্যাপের মাধ্যমে দ্রুত অভিযোগ নথিভুক্ত করা যাবে। মোদী সরকারের একমাত্র লক্ষ্য সাধারণ মানুষ যেন ন্যায্য অধিকার পান। #📢রাজনৈতিক আপডেট🙏