বুঝলে মনু,
ভালো আসলে কেও বাসে না। অন্তত আমাকে কেউ ভালোবাসে নি।
যারা ভালোবাসা নিয়ে এসেছিলো তার সবাই কেবল ব্যক্তিগত দুঃখ রেখে গেছে। হিসাব কষে দেখলাম, আমার ব্যক্তিগত কোনও দুঃখ নেই, সবটাই কেও না কেও ঋণ দিয়ে গেছে। কখনও বন্ধু হারানোর শোক, কখনও বা প্রিয় মানুষ, ফের কখনও প্রিয় সময় হারানোর দুঃখ !
মাঝে মাঝে মনে হয় জানো, দুঃখ আমার ভেতরে জন্মায় নি বরং আমিই দুঃখের ভেতর জন্মেছি! জীবনে দুঃখ থাকবেই, তবে যদি দুঃখের এত লম্বা লাইন থাকে, কিভাবে তাঁকে জীবন বলি।
এই দুঃখের ভীড়েও একটুকরো সুখ ছিলে তুমি, তোমাকেও চলে যেতে হলো এভাবে কপাল ছেড়ে!
যত্নে কিছুই পুরনো হয় না। মায়ায় পড়লে আসলে কোনকিছুই এভাবে ছেড়ে আসা যায় না।
আসলে, তুমি কখনোই আমার মায়ায় পড়ো নি, শুধু আপন নিসঙ্গতায় আমার সঙ্গ ধার নিয়েছ।
আসলেই আমি বোকা, যে সৃষ্টিকর্তা আমায় ভালোবেসে বেঁচে থাকার নেয়ামত দিল, তাঁকে ভুলে আমি ভালবাসলাম তোমাকে। মানুষ আসলেই স্বার্থপর, তোমাকে না পাওয়ার এই দুঃখও স্বার্থপরতার শাস্তি বোধহয়। #💔একাকিত্ব জীবন💔
না যদি আসবে আমার ঘরে, না যদি আমার হবে; তবে কেন আমাকে মায়ায় বাঁধলে? কেন এমন করে স্বপ্ন দেখালে, যেখানে তোমার উপস্থিতি ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না?
তুমি জানতে, আমি একবার বিশ্বাস করলে পুরোটা দিয়েই করি। তবু তুমি সেই বিশ্বাসের বুকেই দাঁড়িয়ে, প্রেমের নামে বিষ মাখা তীর ছুঁড়লে। প্রতিটা তীর এসে বিঁধেছে ঠিক আমার বুকের মাঝখানে, চিৎকার করারও সুযোগ রাখোনি।
যাও অভিশাপ দিলাম তোমায়; যতটা কষ্টে আছি আমি, ততটাই সুখে থাকিও তুমি। কারণ আমার কষ্টের প্রতিটা স্তরে তুমি দায়ী।
তুমি চলে যাওয়ার পর শুধু মানুষটা হারাইনি, হারিয়েছি নিজের একটা নির্ভরতার জায়গা, হারিয়েছি বিশ্বাস করার ক্ষমতা। এখন কেউ ভালো কথা বললেও বুকের ভেতর ভয়ে কাঁপে,আবার না জানি মায়ায় বেঁধে ফেলে।
সব ভালোবাসা পূর্ণতা পর্যন্ত পৌঁছায় না। কিছু ভালোবাসা মাঝ পথে এসে রাস্তা বদল করে। তুমি আমার জীবনে ঠিক তেমনই একটা অসম্পূর্ণ অধ্যায়, যেটা যতই বন্ধ করতে চাই, ব্যথা দিয়ে আবার খুলে যায়।
#💔একাকিত্ব জীবন💔
আমার ঘুম ভাঙে,
ঘুম ভাঙার আগে,
ভাঙে শরীর,
মন ভাঙার আগে,
ভাঙে ভালোবাসা ,
বদলে যায় চেনা অঙ্গরা আকারে প্রকারে উত্থি হাহাকারে,
পাল্টানো শরীরে,পাল্টানো সময়
ঘিরে,ফিরে আসো মনু। #💔একাকিত্ব জীবন💔
— তুমিও একদিন আমায় মনে করবে.!
আমাকে এক নজর দেখার জন্য ছটফট করবে.!
আমার সাথে কথা বলার তৃষ্ণায় তোমার গলা
শুকিয়ে যাবে.!
হয়তো তোমার জীবনে ভালোবাসার মানুষের অভাব হবে না.!
কিন্তু আমার অভাবে একদিন তুমি মরিয়া হয়ে উঠবে.!
তখন সে যদি মহাবিশ্বের সমস্ত সুখ এনে দেয় তখন তবুও আমার অভাব পূরণ হবে না.!
তুমি সেদিন অনেক বেশি আফসোস করে পাগলের মতো আমায় খুঁজবে.!
আর তা তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না.!💔 #💔একাকিত্ব জীবন💔










