Facts, Movies & Sports
ShareChat
click to see wallet page
@fact_boy
fact_boy
Facts, Movies & Sports
@fact_boy
Bangali
#🌧️বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, বড় ঘোষণা মমতার😱 কলকাতার দুর্যোগে ঐক্যের বার্তা 🌧️💪 অভূতপূর্ব বৃষ্টিপাতের ফলে আজ গোটা শহর জুড়ে জলাবদ্ধতা, দুর্ঘটনা এবং ভয়াবহ ভোগান্তি দেখা দিয়েছে। ইতিমধ্যেই বহু প্রাণহানি ঘটেছে, বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও এই কঠিন পরিস্থিতিতেও একটাই বার্তা—কলকাতা কখনো হার মানে না। বর্তমান পরিস্থিতি এক রাতে ২৫০ মিমি-রও বেশি বৃষ্টিপাত, যা শহরের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ। রাস্তাঘাট, রেললাইন, এমনকি মেট্রো পরিষেবা ব্যাহত। বিমান পরিষেবাও বড় আকারে ক্ষতিগ্রস্ত। বিদ্যুতের তার ডুবে যাওয়ায় একাধিক মৃত্যু, যা শহরবাসীর জন্য এক বড় সতর্কবার্তা। স্কুল-কলেজ বন্ধ, দুর্গাপূজা প্রস্তুতিতেও বিঘ্ন। সরকারি পদক্ষেপ মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন এবং বিদ্যুৎ সংস্থার গাফিলতিকে কঠোর সমালোচনা করেছেন। কলকাতা পৌরসভা দিনরাত জল নিষ্কাশনের কাজে ব্যস্ত, তবে ক্রমাগত বৃষ্টিপাত এবং জোয়ারের জলে চ্যালেঞ্জ আরও বাড়ছে। প্রশাসনের তরফ থেকে মানুষকে বাড়ির বাইরে অপ্রয়োজনীয়ভাবে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাস আজকের দিনজুড়ে বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। তাপমাত্রা সর্বোচ্চ ৩১°সেলসিয়াস, সর্বনিম্ন ২৭°সেলসিয়াস। আর্দ্রতা ৯০% ছুঁয়েছে, ফলে অস্বস্তি বাড়তে পারে। ২৫ সেপ্টেম্বরের আশেপাশে আবার নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নাগরিকদের উদ্দেশ্যে বার্তা এমন সময় ভয় নয়, প্রয়োজন সতর্কতা এবং সহযোগিতার। জলমগ্ন রাস্তায় বিদ্যুতের খুঁটি ও তার এড়িয়ে চলুন। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বিশেষভাবে সুরক্ষিত রাখুন। প্রতিবেশী ও অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। জরুরি অবস্থায় স্থানীয় প্রশাসন ও হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। 🌸 দুর্গাপূজা আসছে—আনন্দ ও আশার উৎসব। শহরবাসীর ঐক্য, ধৈর্য এবং সহমর্মিতা এই সঙ্কটকেও অতিক্রম করবে। কলকাতা বারবার প্রমাণ করেছে—ঝড়-বন্যা-দুর্যোগেও এই শহরের প্রাণশক্তি অটুট। আজও সেই শক্তিই হবে সবচেয়ে বড় ভরসা। ✨ #📚 আপনি জানেন কি? 🤔 #😱মৃত্যু মিছিল কলকাতায়, বিদ্যুত্‍স্পৃষ্টের বলি একাধিক🚨
#😱মৃত্যু মিছিল কলকাতায়, বিদ্যুত্‍স্পৃষ্টের বলি একাধিক🚨 কলকাতায় অতি বৃষ্টিতে জলাবদ্ধতা: একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায় টানা অতি ভারী বর্ষণে শহর কার্যত থমকে গেছে। মাত্র ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ২৫০ মিমি’র বেশি বৃষ্টি হয়েছে, যার ফলে শহর ও উপকণ্ঠের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাপক জলাবদ্ধতা ও যান চলাচল ব্যাহত পার্ক সার্কাস, গড়িয়াহাট, বেহালা সহ প্রধান সড়কগুলো হাঁটু থেকে কোমর-সমান জলে ডুবে গেছে। বহু গাড়ি ও বাস রাস্তায় আটকে পড়েছে। মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আসন্ন দুর্গাপূজার প্যান্ডেলগুলোও অনেক জায়গায় জলে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যু বেনিয়াপুকুর, কালীকাপুর, নেতাজীনগর ও গড়িয়াহাট সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৭ থেকে ৯ জনের মৃত্যু হয়েছে। জলের মধ্যে বিদ্যুতের খুঁটি বা তারে হাত লাগাতেই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং বিদ্যুৎ সংস্থা সিইএসসি (CESC)-র বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন। তিনি মৃতদের পরিবারের সদস্যদের সিইএসসি-তে চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারি সতর্কবার্তা ও পদক্ষেপ মুখ্যমন্ত্রী নাগরিকদের ঘরের বাইরে না বেরোনোর জন্য সতর্ক করেছেন। সরকারি ও বেসরকারি স্কুলগুলো কয়েকদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা (KMC) ২৪ ঘণ্টা কাজ করে জল নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছে। আবহাওয়া দফতর (IMD) অরেঞ্জ অ্যালার্ট জা রি করে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 👉 নাগরিকদের অনুরোধ করা হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় না নামতে এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে বিশেষ সতর্ক থাকতে। #📚 আপনি জানেন কি? 🤔
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল: আসছে সুখবর ✨👶 বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল অবশেষে তাঁদের প্রথম সন্তানের অপেক্ষার সুখবর জানালেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন। তাঁদের শেয়ার করা ছবিতে দেখা যায়, ভিকি স্নেহভরে ক্যাটরিনার বেবি বাম্প স্পর্শ করছেন। ক্যাপশনে লেখা ছিল— “On our way to start the best chapter of our lives with hearts full of joy and gratitude.” 💌 এই খবরে ভক্তদের পাশাপাশি বলিউড তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের। 📌 উল্লেখ্য, ভিকি ও ক্যাটরিনা ২০২১ সালের ডিসেম্বর মাসে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারপর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে এই আনুষ্ঠানিক ঘোষণা তাঁদের ভক্তদের জন্য এক অনন্য আনন্দের মুহূর্ত এনে দিল। #🌎জ্ঞানের ভূবন👨‍🎓 #⭐বলি Celeb🎬⭐ #📹Bollywood গসিপ👉 #🎬এন্টারটেইনমেন্ট আপডেট💃 #🎦সেলেব্রিটি জুটি💕
#🕉জয় বজরংবলি🐒
🕉জয় বজরংবলি🐒 - ShareChat
00:04
#😱বীরভূমের পাথর খাদানে মাটি ধসে মৃত অন্তত ৫🤯 🚨 দুর্ঘটনা: পশ্চিমবঙ্গের বীরভূমে পাথর খনিতে ভয়াবহ ভূমিধস – ৫ থেকে ৬ জন শ্রমিক নিহত 🚨 আজ বীরভূম জেলার নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে একটি পাথর খনিতে ঘটে যায় ভয়াবহ ভূমিধস। 🔸 ঘটনার বিবরণ: পাথর খনির দেয়াল ভেঙে পড়ার কারণে কমপক্ষে ৫ থেকে ৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। কয়েকজন আহত রয়েছেন, যাদের মধ্যে কেউ কেউ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন রিপোর্টে নিহতের সংখ্যা ৫ জন বা ৬ জন বলে বলা হচ্ছে। 🔸 কারণ: চোখ দেখা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খনির দেওয়াল ধসে যাওয়ার পেছনে ড্রিলিংয়ের ফলে সৃষ্ট কম্পনকে দায়ী করা হচ্ছে। এই কম্পনের কারণে ভূমিধস ঘটে শ্রমিকদের ওপর। 🔸 পরবর্তী পদক্ষেপ: ঘটনাস্থলে অবিলম্বে উদ্ধার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান তদারকি করছে। পাশাপাশি, ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে প্রকৃত কারণ নির্ণয় করা যায়। তদন্ত চলছে খনিটি আইনসঙ্গতভাবে পরিচালিত হচ্ছিল কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না। 🔸 উল্লেখযোগ্য বিষয়: স্থানীয় মানুষ এবং সংবাদ মাধ্যমে বহুবার উঠে এসেছে এই অঞ্চলের খনির নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং আইনি অনিয়ম। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও এসব প্রশ্নকে উস্কে দিয়েছে। আমরা মৃত শ্রমিকদের প্রতি শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারদের প্রতি সমবেদনা জানাই। 🕯️🕊️ #Birbhum #WestBengal #QuarryAccident #Landslide #TragicIncident #BreakingNews #SafetyFirst #IndiaNews #Breakingবাংলা
#💘আমার প্রিয় সিনেমা🎬 #💑রোমান্টিক Shayari Acting💕 #💃🏻দিদি NO 1⭐ #😎টলিউড Gossip😎🎬 https://banglaafacts.blogspot.com/2025/09/mirai.html