Failed to fetch language order
পুরুষ মন
16 Posts • 1K views
সেই পুরুষটা অসম্ভব সুন্দর— যে পুরুষটা নিজের শখের নারীর মেসেজ দেখেই সময় থামিয়ে দেয়, এক সেকেন্ডও দেরি না করে রিপ্লাই দেয়, কারণ তার কাছে “ব্যস্ততা” নয়, তার কাছে সবচেয়ে জরুরি হলো—একটা অপেক্ষা করা মন। সেই পুরুষটা অসম্ভব সুন্দর— যে নিজের শখের নারীকে অন্য কোনো পুরুষের সঙ্গে সামান্য কথা বলতে দেখলেই অস্থির হয়ে ওঠে, কারণ সেটা দখলদারিত্ব নয়, ওটা হারিয়ে ফেলার ভয়— ভালোবাসা থাকলেই যে ভয়টা জন্মায়। সেই পুরুষটা অসম্ভব সুন্দর— যে নিজের শখের নারী রাগ করলে রাগের আগুনে পানি ঢালে না, বরং নরম করে ধরে, শব্দ কমিয়ে, চোখে চোখ রেখে বলে— “চুপ করো, আমি আছি।” সেই পুরুষটা অসম্ভব সুন্দর— যার সামনে হাজারো নারী থাকলেও, সে বেছে নেয় শুধুমাত্র নিজের শখের নারীর চোখ— কারণ সে জানে, এই দুই চোখেই আছে তার ভবিষ্যৎ, তার শান্তি, তার সারাজীবনের ঠিকানা। আর সত্যি বলতে কী— সেই পুরুষটাই সবচেয়ে সুন্দর, যে একজন নারীকে ভালোবাসার আগে সম্মান করতে জানে… কারণ সম্মান ছাড়া ভালোবাসা কখনোই টিকে না। 😊🤍 #পুরুষ মন
10 likes
15 shares