হিন্দুদের আস্থা, হিন্দুদের গর্ব ❤️🌿 জয় গীতা 🙏❤️
126 Posts • 14K views
Dhoni
638 views 1 months ago
#💓জয় গীতা 🙏❤🕉 #হিন্দুদের আস্থা, হিন্দুদের গর্ব ❤️🌿 জয় গীতা 🙏❤️ #জয় গীতা ❤🙏 #🥰জয় শ্রীকৃষ্ণ🙏 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 #জয়_শ্রী_কৃষ্ণ_challenge #জয়_গীতা_challenge *─⊱✼ #গীতা_জয়ন্তী ✼⊰─* আজ ২২ অগ্রহায়ণ মঙ্গলবার 09/12/2025 *•••••••••┈┉━❀❈🙏🏼⚛️🙏🏼❈❀━┉┈•••••••••* #শ্রীমদ্ভগবদগীতা #কর্মসন্ন্যাস_যোগ ( ২২৭,২২৮ ) #পঞ্চম_অধ্যায় : - ৫ #শ্লোক : - ২৫,২৬ #গীতার_পঞ্চম_অধ্যায় #শ্লোক_নম্বর : - ২৫ ,২৬ 🌿🌿🌿 ওঁ তৎ সৎ🙏🏻🙏 #পঞ্চম_অধ্যায় #শ্লোক_২৫ लभन्ते ब्रह्मनिर्वाणमृषयः क्षीणकल्मषाः । छिन्नद्वैधा यतात्मानः सर्वभूतहिते रताः ।।५.२५।। লভন্তে ব্রহ্মনির্বাণম্ ঋষয়ঃ ক্ষীণকল্মষাঃ । ছিন্নদ্বৈধা যতাত্মানঃ সর্বভূতহিতে রতাঃ ।।৫.২৫।। #অনুবাদ : - সংযতচিত্ত, সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্মনির্বাণ লাভ করেন । #সারাংশ : - যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণভাবনাময়, তিনিই কেবল সমস্ত জীবের মঙ্গল- সাধন করতে পারেন। যখন কোন ব্যক্তি বুঝতে পারেন যে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তখন সেই ভাবনায় ভাবিত হয়ে সম্পাদিত তাঁর কর্মসমূহ সকলেরই মঙ্গলসাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম সুহৃদ, সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানবসমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই সর্বাপেক্ষা কল্যাণকর কর্ম। ব্রহ্মনির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণভক্তের মনে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্পর্কে কোন সংশয় থাকে না। তাঁর মনে কোন সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপমুক্ত। এটিই দিব্য ভগবৎ- প্রেমের প্রকাশ । যে মানুষ কেবলমাত্র মানবসমাজের জাগতিক কল্যাণসাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারোরই কল্যাণসাধন করতে পারে না । বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনই শান্তি দিতে পারে না । জীবন-সংগ্রামে সমস্ত দুঃখ- কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্মৃতি । শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হবার ফলে মানুষ জড় জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তিলাভ করেন, এমনকি জড় দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত হয়ে যান । ✧════════•❁❀❁•════════✧ #পঞ্চম_অধ্যায় #শ্লোক_২৬ कामक्रोधवियुक्तानां यतीनां यतचेतसाम् । अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनाम् ।।५.२६।। কামক্রোধবিমুক্তানাং যতীনাং যতচেতসাম্ । অভিতো ব্রহ্মনির্বাণং বর্ততে বিদিতাত্মনাম্ ।।৫.২৬।। #অনুবাদ : - কাম-ক্রোধশূন্য, সংযতচিত্ত, আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্মনির্বাণ লাভ করেন । #সারাংশ : - মুক্তিলাভের জন্য যে সমস্ত সাধুসন্ত সর্বদাই পরমার্থসাধনে রত, তাঁদের মধ্যে কৃষ্ণভক্তই শ্রেষ্ঠ । এই কথার সমর্থনে শ্রীমদ্ভাগবতে (৪/২2/39) বলা হয়েছে—“কেবল ভক্তিযোগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা কর । যাঁরা সকাম কর্মের বদ্ধমূলস্বরূপ বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাঁদের মতো সুষ্ঠুভাবে মহান মুনি-ঋষিরাও ইন্দ্রিয়বেগ দমন করতে পারেন না ।” বদ্ধজীবের সকাম কর্মের ফলভোগ করার বাসনা এত প্রবল যে, বড় বড় মুনি-ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না । কিন্তু ভগবদ্ভক্ত নিরন্তর #ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হবার ফলে আত্মোপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্মনির্বাণ স্তর লাভ করেন । পূর্ণরূপে আত্ম- তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায় - “দর্শন, ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ, কচ্ছপ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে । হে পদ্মজ (ব্রহ্মা), আমিও তাই করি।” মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে । কচ্ছপ ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে । সে ডাঙ্গায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে । তেমনই, কৃষ্ণভক্ত ভগবদ্ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণভাবনায় তৎপর থাকার ফলে ভগবদ্ধাম প্রাপ্ত হন । তিনি জড় জগতের দুঃখকষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার । ভগবদুপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্মনির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখকষ্টের পূর্ণ নিবৃত্তি । ( প্রতিদিন শ্রীমদ্ভগবদগীতার ১ টি করে শ্লোক পড়তে এই পেজটির সাথে থাকুন ।) *─⊱✼ #হরে_কৃষ্ণ ✼⊰─* *•••••••••┈┉━❀❈🙏🏼🌼🙏🏼❈❀━┉┈•••••••••* #হরে_কৃষ্ণ_হরে_কৃষ্ণ_কৃষ্ণ_কৃষ্ণ_হরে_হরে ! #হরে_রাম_হরে_রাম_রাম_রাম_হরে_হরে । । 🙏🙏 #জয়_শ্রী_কৃষ্ণ 🙏🙏 🙏 #রাধে_রাধে 🙏 ∙──༅༎ Hare Krishna 🙏༎༅──
11 likes
17 shares
Dhoni
483 views 1 months ago
#🥰জয় শ্রীকৃষ্ণ🙏 #💓জয় গীতা 🙏❤🕉 #জয় গীতা ❤🙏 #হিন্দুদের আস্থা, হিন্দুদের গর্ব ❤️🌿 জয় গীতা 🙏❤️ #গীতা 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 #জয়_শ্রী_কৃষ্ণ_challenge #জয়_গীতা_challenge *─⊱✼ #গীতা_জয়ন্তী ✼⊰─* আজ ২০ অগ্রহায়ণ রবিবার 07/12/2025 *•••••••••┈┉━❀❈🙏🏼⚛️🙏🏼❈❀━┉┈•••••••••* #শ্রীমদ্ভগবদগীতা #কর্মসন্ন্যাস_যোগ ( ২২৩,২২৪ ) #পঞ্চম_অধ্যায় : - ৫ #শ্লোক : - ২১,২২ #গীতার_পঞ্চম_অধ্যায় #শ্লোক_নম্বর : - ২১ ,২২ 🌿🌿🌿 ওঁ তৎ সৎ🙏🏻🙏 #পঞ্চম_অধ্যায় #শ্লোক_২১ बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम् । स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ।।५.२१।। বাহ্যস্পর্শেষ্বসক্তাত্মা বিন্দত্যাত্মনি যৎ সুখম্ । স ব্রহ্মযোগযুক্তাত্মা সুখমক্ষয়মশ্নুতে ।।৫.২১।। #অনুবাদ : - সেই প্রকার ব্রহ্মবিৎ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয়সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিদগত সুখ লাভ করেন । ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন । #সারাংশ : - “ভগবদ্ভক্তি লাভ পূর্বক #ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় নিয়োজিত হবার ফলে আমি যখন থেকে নব নব রসের আস্বাদন করছি, তখন থেকে নারীসঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুৎকার করি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয় । ” ব্রহ্মযোগী বা কৃষ্ণভাবনায় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে, তখন আর ইন্দ্রিয়সুখভোগ করবার বাসনার প্রতি তাঁর লেশমাত্র রুচি থাকে না। জড় জগতে স্ত্রীসঙ্গ করাটাই হচ্ছে সর্বোচ্চ সুখ । সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে । দেহসর্বস্ব বিষয়ী লোকেরা এর প্রেরণা ছাড়া কোন কাজই করতে পারে না । কিন্তু কৃষ্ণভাবনায় ভাবিত ভক্ত কামসুখ পরিহার করে মহা উৎসাহের সঙ্গে কর্ম করতে পারেন । সেটিই পরমার্থ উপলব্ধির পরীক্ষা । পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীতধর্মী । জীবন্মুক্ত কৃষ্ণভক্ত কোন রকম ইন্দ্রিয়সুখের প্রতি আকৃষ্ট হন না । ✧════════•❁❀❁•════════✧ #পঞ্চম_অধ্যায় #শ্লোক_২২ ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते । आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः ।।५.२२।। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখযোনয় এব তে । আদ্যন্তবন্তঃ কৌন্তেয় ন তেষু রমতে বুধঃ ।।৫.২২।। #অনুবাদ : - বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না । হে কৌন্তেয় ! এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট । তাই, জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না । #সারাংশ : - জড় ইন্দ্রিয়ের সংস্পর্শের ফলে ইন্দ্রিয়সুখানুভূতির উদয় হয় ৷ কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটিই অনিত্য । জীবন্মুক্ত পুরুষ কখনও অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না । অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখভোগের প্রয়াসী হতে পারেন ? পদ্ম পুরাণে বলা হয়েছে- “যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করেন । তাই সেই পরম ব্রহ্মকে 'রাম' বলে অভিহিত করা হয় । ”শ্রীমদ্ভাগবতে ও (৫/৫/১) বলা হয়েছে—“হে পুত্রগণ, মনুষ্যদেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয়সুখভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোন প্রয়োজন নেই; বিষ্ঠাহারী শূকরেরা এই সুখলাভ করে থাকে । বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে ।” তাই যথার্থ যোগী বা জ্ঞানবান পরমার্থী ইন্দ্রিয়সুখের প্রতি আকৃষ্ট হন না, যা নিরবচ্ছিন্ন ভবরোগের কারণ । জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে । ( প্রতিদিন শ্রীমদ্ভগবদগীতার ১ টি করে শ্লোক পড়তে এই পেজটির সাথে থাকুন ।) *─⊱✼ #হরে_কৃষ্ণ ✼⊰─* *•••••••••┈┉━❀❈🙏🏼🌼🙏🏼❈❀━┉┈•••••••••* #হরে_কৃষ্ণ_হরে_কৃষ্ণ_কৃষ্ণ_কৃষ্ণ_হরে_হরে ! #হরে_রাম_হরে_রাম_রাম_রাম_হরে_হরে । । 🙏🙏 #জয়_শ্রী_কৃষ্ণ 🙏🙏 🙏 #রাধে_রাধে 🙏 ∙──༅༎ Hare Krishna 🙏༎༅──
16 likes
11 shares
Dhoni
6K views 1 months ago
#📰জেলার আপডেট📰 #📰রাজ্যের আপডেট📰 #🥰জয় শ্রীকৃষ্ণ🙏 #💓জয় গীতা 🙏❤🕉 #হিন্দুদের আস্থা, হিন্দুদের গর্ব ❤️🌿 জয় গীতা 🙏❤️ 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 #জয়_শ্রী_কৃষ্ণ_challenge #পাঁচ_লক্ষ_কণ্ঠে_গীতা_পাঠ #একাদশী_বার্তা #একাদশী #হরে_কৃষ্ণ *─⊱✼ #জয়_গীতা_challenge ✼⊰─* *─⊱✼ #গীতা_জয়ন্তী ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ রবিবার 07/12/2025 🕉️⚜️🧡 আজ অগ্রহায়ণ মাসের ২০ তারিখ রবিবার ✧════════•❁❀•════════✧ ╔════ஜ۩۞۩ஜ════╗ ❣ #গীতা_জয়ন্তী ❣ ╚════ஜ۩۞۩ஜ════╝ ✧════════•❁❀❁•════════✧ ঐতিহাসিক আয়োজন : - #পাঁচ_লক্ষ_কণ্ঠে_গীতা_পাঠ 🚩 📅 তারিখ: ৭ই ডিসেম্বর ২০২৫ (২০ অগ্রহায়ণ ১৪৩২, কৃষ্ণা তৃতীয়া, রবিবার) ⏰ সময় : - সকাল ৯টা – দুপুর ২টা 📍 স্থান : - ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, #কলকাতা আজ সকাল ৯ টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদ এর উদ্যোগে "৫ লক্ষ কন্ঠে গীতা পাঠ" অনুষ্ঠান শুরু হতে চলেছে । আমি এই মহতী পবিত্র অনুষ্ঠানের সাফল্য কামনা করি ও উদ্যোক্তাদের শুভকামনা জানাই ।। অধ্যক্ষ : - #ভারত_সেবাশ্রম_সংঘ, #বেলডাঙ্গা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আয়োজন কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে নিবেদন । 📌 📌📌📌📌📌 #৫লক্ষকণ্ঠে_গীতা_পাঠ #GeetaChantingKolkata
50 likes
82 shares