Failed to fetch language order
😱মৃত্যু মিছিল কলকাতায়, বিদ্যুত্‍স্পৃষ্টের বলি একাধিক🚨
22 Posts • 66K views
Facts, Movies & Sports
548 views 12 days ago
#🌧️বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, বড় ঘোষণা মমতার😱 কলকাতার দুর্যোগে ঐক্যের বার্তা 🌧️💪 অভূতপূর্ব বৃষ্টিপাতের ফলে আজ গোটা শহর জুড়ে জলাবদ্ধতা, দুর্ঘটনা এবং ভয়াবহ ভোগান্তি দেখা দিয়েছে। ইতিমধ্যেই বহু প্রাণহানি ঘটেছে, বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও এই কঠিন পরিস্থিতিতেও একটাই বার্তা—কলকাতা কখনো হার মানে না। বর্তমান পরিস্থিতি এক রাতে ২৫০ মিমি-রও বেশি বৃষ্টিপাত, যা শহরের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ। রাস্তাঘাট, রেললাইন, এমনকি মেট্রো পরিষেবা ব্যাহত। বিমান পরিষেবাও বড় আকারে ক্ষতিগ্রস্ত। বিদ্যুতের তার ডুবে যাওয়ায় একাধিক মৃত্যু, যা শহরবাসীর জন্য এক বড় সতর্কবার্তা। স্কুল-কলেজ বন্ধ, দুর্গাপূজা প্রস্তুতিতেও বিঘ্ন। সরকারি পদক্ষেপ মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন এবং বিদ্যুৎ সংস্থার গাফিলতিকে কঠোর সমালোচনা করেছেন। কলকাতা পৌরসভা দিনরাত জল নিষ্কাশনের কাজে ব্যস্ত, তবে ক্রমাগত বৃষ্টিপাত এবং জোয়ারের জলে চ্যালেঞ্জ আরও বাড়ছে। প্রশাসনের তরফ থেকে মানুষকে বাড়ির বাইরে অপ্রয়োজনীয়ভাবে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাস আজকের দিনজুড়ে বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। তাপমাত্রা সর্বোচ্চ ৩১°সেলসিয়াস, সর্বনিম্ন ২৭°সেলসিয়াস। আর্দ্রতা ৯০% ছুঁয়েছে, ফলে অস্বস্তি বাড়তে পারে। ২৫ সেপ্টেম্বরের আশেপাশে আবার নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নাগরিকদের উদ্দেশ্যে বার্তা এমন সময় ভয় নয়, প্রয়োজন সতর্কতা এবং সহযোগিতার। জলমগ্ন রাস্তায় বিদ্যুতের খুঁটি ও তার এড়িয়ে চলুন। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বিশেষভাবে সুরক্ষিত রাখুন। প্রতিবেশী ও অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। জরুরি অবস্থায় স্থানীয় প্রশাসন ও হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। 🌸 দুর্গাপূজা আসছে—আনন্দ ও আশার উৎসব। শহরবাসীর ঐক্য, ধৈর্য এবং সহমর্মিতা এই সঙ্কটকেও অতিক্রম করবে। কলকাতা বারবার প্রমাণ করেছে—ঝড়-বন্যা-দুর্যোগেও এই শহরের প্রাণশক্তি অটুট। আজও সেই শক্তিই হবে সবচেয়ে বড় ভরসা। ✨ #📚 আপনি জানেন কি? 🤔 #😱মৃত্যু মিছিল কলকাতায়, বিদ্যুত্‍স্পৃষ্টের বলি একাধিক🚨
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
11 likes
17 shares