জয় মাকালী
342 Posts • 89K views
Abhijit
1K views 26 days ago
🔥🔥 দেবীর তাঁরা ও শিবের তাঁরক স্বরূপের প্রাকট্যের অজানা এক দারুন কাহিনী 🔥🔥 🟡 দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা দেবী তাঁরা এবং তার মহাবিদ্যাপতি তাঁরক , কিভাবে প্রকট হয়েছিলেন ? কেনই বা ভগবতী ও মহাদেব দুজনে এই স্বরূপ ধারণ করেছিলেন ? 🟡 🚩 একবার , ভগবতী পার্বতী যখন শত্রু বিনাশে উদ্যত হয় মহারৌদ্রী করালি মহাকালীকার স্বরূপে অসুর বিনাশ করে থাকেন । ফলে চরাচরের সকল অসুর তো বিনাশ হচ্ছিলোই সেই সঙ্গে দেবী কালীর সম্মুখে যেকোনো দেবতা ঋষি মুনি প্রাণী আসছিলো , দেবী তাদেরও সংহার করছিলেন । ফলে , সৃষ্টির সকল ঋষি মুনি দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে ভগবতী পার্বতীকে অনুগ্রহ করলে , দেবীর আদেশে মহাকালী শান্ত হয়ে যান এবং নিজ শরীর থেকে একটি শ্যাম-নীল বর্ণের দেবীকে প্রকট করেন , যিনি ক্রোধ-করুণা বা প্রলয়-সৃষ্টির মিলিত স্বরূপ ছিলেন , যার মাথায় ছিল জুট ও কপালে অর্ধচন্দ্র , গলায় মুণ্ড-নরকংকাল ও সর্পের মালা , যিনি ছিলেন লম্বোদরী ও পরনে ব্যাঘ্রচর্ম বসন , সকল শোক তাপ পাপ তারিণী এই দেবীর নাম ছিলো "তাঁরা"। এরপর , করুণা ও ক্রোধের মিলিত স্বরূপ সেই দেবী তাঁরা , পাপী অসুরদের সংহার এবং সাধু ঋষি দেবতাদের করুণা ও রক্ষা করলেন । অতঃপর , অসুর বিনাশের পর দেবী তাঁরা ক্রোধে শ্মশানের দিকে গমন করলেন । ক্রোধে পূর্ণ দেবী তাঁরার পদভার ভূমি স্পর্শ করতেই , সেই শ্মশানভূমি কেঁপে উঠতে লাগলো আর সেই কম্পনে শ্মশানস্থিত সকল ভুতপ্রেত গণাদি পশুজীব ভীত হয়ে শ্মশানাধিপতি ভুতভাবন ভূতনাথ শঙ্করের স্মরণ করতে লাগলো । 🌟 তখন ভগবান মহাদেব তাদের রক্ষার্থে শ্মশান অধিকর্তা মহাকাল ভৈরবকে দেবী তাঁরার ক্রোধ প্রশমনের নির্দেশ দেন । মহাকাল ভৈরব মহাদেবের নির্দেশানুসারে , দেবী তাঁরার ক্রোধ শান্ত করতে এক বালকের রূপ ধারণ করে শ্মশান ভূমিতে উপস্থিত হন এবং উচ্চস্বরে কাঁদতে থাকেন । দেবী তাঁরা সেই কাঁন্নার শব্দ শুনে বিরক্তিতে আরো ক্রোধী হয়ে পরেন ও সেই কাঁন্নার শব্দ প্রশমন করতে তিনি শ্মশানের এদিক সেদিক হন্তদন্ত হয়ে খুঁজতেই হঠাৎ তিনি দেখেন একটি ছোট্ট বাচ্চা খুব মায়াভরা উচ্চস্বরে অনবরত কেঁদেই চলেছে । দেবী সেই বালকটিকে তাঁর কান্নার কারণ জিজ্ঞাসা করলে সেই বালক ভৈরব বলে , সে খুব ক্ষুধার্ত এবং সে তাঁর মাকে খুঁজে পাচ্ছে না , তাই ক্ষুধার জ্বালায় সে এভাবে কেঁদেই চলেছে । 🔱 তখন , সেই কথা শুনে , দেবীর মাতৃসত্ত্বা জেগে উঠলো ও দেবীর ক্রোধ কিছুটা প্রশমিত হয়ে বালকটির ওপর জাগ্রত হলো মাতৃস্নেহের করুণা ও দয়া । সেই দয়ায় দেবী তাঁরা বালকটিকে কোলে তুলে নিলেন এবং শ্মশানের একটি স্থানে বসে বালকটিকে নিজের কোলে শুয়িয়ে নিজের স্তন দুগ্ধ পান করাতে লাগলেন । প্রকৃতপক্ষে , সেই বালক ভৈরব দেবীর স্তনদুগ্ধ পানের মাধ্যমে দেবীর সকল ক্রোধকেই পান করছিলেন , কিন্তু ভগবতীর স্তনদুগ্ধ তো সাক্ষাৎ পরমামৃত সুধা , যা দেবদূর্লভ । তাই , সেই দুগ্ধের স্বাদে বালক ভৈরব দেবীর সমস্ত স্তনসুধা পান করে নিলেন কিন্তু তবুও তাঁর পেট ভরলো না , তিনি পূর্ণতৃপ্ত হলেন না । ওদিকে দেবীর স্তনদুগ্ধ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ায় , সেই ভৈরব বালক উদর অতৃপ্তির কারণে , এবার আরো উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন , যার শব্দ সহ্য সমস্ত সৃষ্টির সকলের এমনকি দেবী তাঁরার পক্ষেও অসহনীয় হয়ে গেলো । তখন দেবী তাঁরা সেই বালকের ক্ষুধা নিবারণ ও উদর তৃপ্তির জন্য মহাদেবকে স্মরণ করলেন । 🪔 তখন , মহাদেব নিজের রুদ্র স্বভাব থেকে একটি স্বরূপকে প্রকট করেন যার , মাথায় ছিলো জটা , কপালে অর্ধচন্দ্র , গলায় মুণ্ডমালা , নাগযজ্ঞপোবীত , ব্যাঘ্রচর্ম বসন ও নীল বর্ণের দেহ , যার নাম ছিল -"তাঁরক" । মহাদেবের সেই তাঁরক স্বরূপ তখন শশ্মানের সেই স্থানে পৌঁছলেন এবং সেই বালক ভৈরবকে একটি মুষ্টি করা অন্নের পিণ্ড খেতে দিলেন । সেই বালক ভৈরব সেই অন্ন পিণ্ড খেয়েই পরমতৃপ্ত হয়ে চুপ করে শান্ত হয়ে যায় । সেইক্ষণেই শশ্মানে মহাদেব , দেবী পার্বতী , মহাকাল ভৈরব ও মহাকালী প্রকট হলেন । মহাদেব তাঁরককে বললেন - "তুমি যেভাবে তাঁরা কে রক্ষা করেছো ও তাঁর সহায়ক হয়ে পাশে দাঁড়িয়েছ তা একটি আদর্শ পুরুষের ন্যায় ও তোমাদের উভয়ের স্বরূপ একসমান ও তোমাদের উৎপত্তি আমার এবং দেবীর অংশ থেকেই , তাই আজ থেকে তুমি তাঁরার পানিগ্রহণ করে একত্রে আদর্শ স্বামী-স্ত্রীর ধর্মপালন করে মহাবিদ্যা ও মহাবিদ্যাপতি রূপে সংসারের সকল ভক্তদের দুঃখ কষ্ট পাপ তারণ করো ।" 👉 এরপর দেবী তাঁরাকে মহাদেব , দেবী পার্বতীর দ্বিতীয় মহাবিদ্যার স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে সদাসর্বদা পূজিতা ও তন্ত্রের সিদ্ধিদাত্রী হবার আশীর্বাদ প্রদান করেন । শেষে , সেই বালক ভৈরবকে মহাদেব বলেন - "যেহেতু তুমি পুত্র রূপে বালকাবস্থায় দেবীর স্তনদুগ্ধ পান করেছো ও দেবী মাতৃস্নেহে তোমায় নিজের কোলে স্থান দিয়েছেন , তাই মহাকাল ভৈরবের থেকে প্রকট হওয়া তুমি আজ থেকে ক্ষুদ্র বা বটুকভৈরব রূপেই জগতে খ্যাত হবে এবং পুত্ররূপেই অনন্তকাল দেবীর প্রধান গণাধক্ষ্য দক্ষিণীপার্ষদ রূপে দেবীর সাথে বিরাজ করবে ।" লেখনী ✍️-- রুদ্রনাথ শৈব 🥀 ©রুদ্রনাথশৈব #রুদ্রকণ্ঠthevoiceofrudra #রুদ্রনাথশৈব #postviralシ #souviksddas #শিবালয় #সনাতনধর্ম #হিন্দুধর্ম #সনাতন বি দ্রঃ- পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন এবং পোস্টটি কপি করলে সম্পূর্ণ কপি করবেন । নমঃ শিবায়ৈ চ্ নমঃ শিবায় ।। 🕉️ জয় মহাকাল জয় মহাকালী ।। 🚩 জয় বাবা তাঁরক জয় মা তাঁরা ।। 🔱 #🙏শিব-পার্বতীর কথা💗 #🙏ওম নম:শিবায়🔱 #হর হর মহাদেব #🙏শিবের ওয়ালপেপার🙏 #জয় মাকালী
25 likes
18 shares